WEST-BENGAL

Firhad Hakim’s remark on ‘Muslim majority’ : ফিরহাদের মন্তব্যে বিতর্কের ঝড়, মন্ত্রীর বক্তব্যের দায় এড়িয়ে কঠোর বার্তা দিল দল

Follow Us ফিরহাদের মন্তব্যে বিতর্কের ঝড়, মন্ত্রীর বক্তব্যের দায় এড়িয়ে কঠোর বার্তা দলের Firhad Hakim’s remark on ‘Muslim majority’ : 'আল্লাহ চাইলে আমরা সংখ্যাগরিষ্ঠ হব', ফিরহাদ হাকিমের মন্ত্রীর বক্তব্য নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি জুড়ে। যদিও পুরমন্ত্রী তথা কলকাতায় মেয়রের এই বক্তব্যের ভিডিও সামনে আসার পরই নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। এদিকে পুরমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। শরিয়া আইন কায়েম করার দিকে ইঙ্গিত দিচ্ছেন মন্ত্রী। এমনই মন্তব্য করেছে বিজেপি। মমতা সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর এই মন্তব্য উত্তপ্ত বাংলার রাজনীতি। ফিরহাদের এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বিজেপি এই ধরণের মন্তব্যকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর এজেন্ডা বলে উল্লেখ করেন। শুক্রবার সংখ্যালঘু শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে হাকিম বলেন, 'আমরা (সংখ্যালঘু মুসলমান) বাংলায় ৩৩ শতাংশ এবং সারা দেশে এই সংখ্যা ১৭ শতাংশ, তাই আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আগামী দিনে আমরা সংখ্যালঘু থাকব না। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব। বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ফিরহাদের বক্তব্যের সমালোচনা করে বলেছেন যে তিনি প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন। তার এই বক্তব্য শুধু বিদ্বেষমূলক নয়, বাংলাদেশের মত পরিস্থিতি ভারতেও তৈরির নীলনকশা'। এদিকে ফিরহাদের এই মন্তব্যের জেরে দলের অন্দরেই বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে। সূত্রের খবর দলনেত্রী স্বয়ং ফিরহাদের এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে ফিরহাদ যা বলেছে তাতে দলের অনুমোদন নেই। পুরমন্ত্রীর বক্তব্য দলের নীতি, অবস্থান কোন কিছুর সঙ্গেই সম্পর্কিত নয়। এই ধরণের মন্তব্য দলের অবস্থান বা আদর্শকে প্রতিফলিত করে না। শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট। The All India Trinamool Congress firmly disassociates itself from and strongly condemns the statement made by Shri Firhad Hakim, MIC GoWB, at an event day before yesterday. These comments do not reflect the party’s position or ideology. Our commitment to peace, unity, and… None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.