Follow Us প্রতীকী ছবি। Latest West Bengal News Highlights: কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) অনুমতি নিয়ে ধর্মতলায় মঞ্চ বেঁধে ধরনায় চিকিৎসকরা। আরজি কর (RG Kar) কাণ্ডে বিচারের দাবিতে ধর্মতলায় নতুন করে আজ থেকে ধরনা। এই পর্বে ধরনা চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ বড়দিনেও ধরনা জারি থাকবে চিকিৎসকদের। ডাক্তারদের এই কর্মসূচিতে প্রথমে কলকাতা পুলিশ (Kolkata Police) অনুমতি দেয়নি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসকরা। উচ্চ আদালতের অনুমতি নিয়েই শর্তসাপেক্ষে ধরনা। অন্যদিকে, আম্বেদকর বিতর্কে এবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি তুলোধনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, "মুখোশ খসে গিয়েছে! সংসদ সংবিধানের গৌরবময় ৭৫ বছরকে উদযাপন করছে যখন, ঠিক সেই সময়ে ডাক্তার বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে কটুক্তি করে অনুষ্ঠানকে কলঙ্কিত করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাও আবার গণতন্ত্রের মন্দিরের ভিতরেই।" এদিকে, ভরা শীতে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে বিরাট হাওয়া বদল বঙ্গে। হঠাৎ যেন ব্রেক কষেছে শীত। ঠান্ডার দাপট বেশ ফিকে রাজ্য জুড়ে। তবে এমন পরিস্থিতি বেশি দিন স্থায়ী হবে না। শুক্র ও শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি। দিন কয়েক বৃষ্টির পালা চুকিয়ে ফের ঠান্ডার জোরালো কামব্যাক দেখতে পারবেন বঙ্গবাসী। এক ধাক্কায় পারদ নামতে পারে ২-৩ ডিগ্রি। মধ্য কলকাতার পার্ক স্ট্রিট এলাকার শর্ট স্ট্রিটের নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষোড়শ শতাব্দীর ক্যাথলিক ধর্মযাজকের নামে এই রাস্তার নাম হচ্ছে সন্ত ফ্রান্সিস জেভিয়ার সরণি। বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজের বড়দিনের অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সফরের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরসঙ্গী হিসেবে একই বিমানে চেপে শিলিগুড়ি থেকে ত্রিপুরার উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ত্রিপুরায় আয়োজিত উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের NEC বৈঠকে যোগ দেবেন। অশান্ত বাংলাদেশ। মহম্মদ ইউনূস সরকার সে দেশের দায়িত্ব নেওয়ার পর মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে ওপার বাংলার দিকে দিকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাসিনা আমলে জেলবন্দি জঙ্গিরা এখন অনেকেই মুক্ত। বাংলাদেশের এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। দেশের তিন রাজ্যে তল্লাশি অভিযান চালায় পুলিশ। গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কেরল থেকে গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত আরও ২। বাকিরা গ্রেপ্তার অসম থেকে। আটজনের সঙ্গেই জঙ্গি সংগঠনের যোগ থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। কলকাতা শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ায় ভয়াবহ আগুন। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা। আগুন নেভাতে দমকল কর্মীদের সাহায্য স্থানীয়দের। যাদবপুর বিশ্ববিদ্যালয় এক ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে চর্চা বাড়ছে। 'ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং'য়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন ওই যুবক। গতকাল সন্ধ্যেয় হঠাৎ অসুস্থতা বোধ করেন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে যুবকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে ইতিমধ্যেই এপার বাংলাতেও চূড়ান্ত সর্তকতা প্রশাসনের অন্দরে। এবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের সঙ্গে জামাত-উল-মুজাহিদিনের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ইসলামিক ধর্মীয় বই উদ্ধার হয়েছে। বিস্তারিত পড়ুন- Murshidabad News: বাংলাদেশের দিকে দিকে জেলমুক্ত জঙ্গিরা, সতর্কতা এপারেও, মুর্শিদাবাদে ২ সন্দেহভাজন জামাত জঙ্গি গ্রেপ্তার শুক্রবার সকালে জয়পুরের আজমির রোডের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় তিন ডজনের কাছকাছি। জানা গিয়েছে পেট্রোল পাম্পে পার্ক করা একটি সিএনজি ট্যাঙ্কার থেকে আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দুর্ঘটনায় ৫ জনের ঝলসে মৃত্যু হয়েছে। দমকলের ২২ টি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর চেষ্টা চলছে। শেষ পাওয়া খবর অনুসারে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এবার কলকাতা শহরের একটি গেস্ট হাউসে হানা দিয়ে দু'জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার রাতে কলকাতার ওই গেস্ট হাউসে হানা দেয় পুলিশের বিশেষ দল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ। ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা পুলিশের। হাওড়া স্টেশনের কাছে বেনারস রোড ওভার ব্রিজের দুটি লেন তৈরির জন্য আগামী ২১ ডিসেম্বর, ২০২৪ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করেছে রেল। তারই জেরে চলতি ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত হাওড়া ডিভিশনে মোট ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা। বিস্তারিত পড়ুন- Local Trains Cancelled in Howrah: হাওড়া শাখায় একটানা বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্সেল দিতে এসে ১৫ বছরের নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চন্দননগর কমিশনারেট এলাকায়। নাবালিকার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি শ্রীরামপুর। সেখানে পরিবার নিয়ে থাকলেও তাঁর আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। পকসো ধারায় মামলা রজু হয়েছে। বিস্তারিত পড়ুন- Serampore News: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার 'ডেলিভারি বয়', সতর্কবার্তা উদ্বিগ্ন কল্যাণের কলকাতা পুরসভায় আজ 'টক টু মেয়র' কর্মসূচি। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম শুনবেন কলকাতাবাসীর অভাব-অভিযোগের কথা। বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত কলকাতা পুরসভায় টক টু মেয়র কর্মসূচি চলবে। রাজ্যের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি পিছু ছাড়বে না আগামিকালও। সেই সঙ্গে আগামী কয়েকদিন বেশ কিছু জেলায় থাকবে কুয়াশার দাপট। দুর্যোগ কাটিয়ে ফের ঠান্ডার কামব্যাক ঘটবে দিন কয়েকেই। বিস্তারিত পড়ুন- West Bengal Weather: ভরা শীতে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, দুর্যোগ শেষে ঠান্ডার মারকাটারি কামব্যাক কবে? শিলিগুড়িতে অমিত শাহ, সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। সম্প্রতি রাজ্যসভায় বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে তাঁর মন্তব্যের জেরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই আবহে বৃহস্পতিবার রাতেই বাংলায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে আজ তাঁর ঠাসা কর্মসূচি। আজ এসএসবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়িতে বিশেষ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সেই কর্মসূচি সেরে বাহিনীর কর্তাদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। আজ বিকেলেই দিল্লি রওনা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহের এবারের ঝটিকা বঙ্গ সফরে রাজনৈতিক কোনও কর্মসূচি নেই। None
Popular Tags:
Share This Post:
Bangladesh Crisis: 'বাংলাদেশ আফগানিস্তান হবে', আর কখনও যেতেই চান না মুক্তিযোদ্ধা পরিতোষ হালদার
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 19, 2024
Featured News
Latest From This Week
Bangladesh Crisis: 'বাংলাদেশকে গালাগালি না করে নিজের দায়িত্ব পালন করুন', কাদের ঠুকলেন নওশাদ?
WEST-BENGAL
- by Sarkai Info
- December 19, 2024
Sixth Finance Commission: ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য, পঞ্চায়েতের মানোন্নয়নে নজর
WEST-BENGAL
- by Sarkai Info
- December 19, 2024
West Bengal Weather: হঠাৎ গায়েব ঠান্ডার দাপট, বঙ্গোপসাগরে নিম্নচাপ, কাল থেকেই বৃষ্টি কোন কোন জেলায়?
WEST-BENGAL
- by Sarkai Info
- December 19, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.