WEST-BENGAL

Weekend getaways: কলকাতার কাছেই অনিন্দ্যসুন্দর এক নদী পাড়! 'সেরার সেরা' উইকেন্ড ট্রিপের দুরন্ত অভিজ্ঞতা নিন

Follow Us Shyamsundarpur: শ্যামসুন্দরপুরের অপূর্ব নদীপাড়। Weekend Destinations near Kolkata: পুরোদমে চলছে বেড়ানোর মরশুম। ডিসেম্বর মাস পড়তেই ভ্রমণরসিক বাঙালিদের একটি বড় অংশ যেমন লম্বা ছুটি নিয়ে বেরিয়ে পড়েছেন দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে। তেমনই ভ্রমণপিপাসুদের অন্য অংশটি কাছেপিঠে ফাটাফাটি একটি ডেস্টিনেশনের খোঁজে রয়েছেন। ভ্রমণপ্রিয়দের সেই অংশটির জন্যই এই বিশেষ প্রতিবেদন। লম্বা ছুটি ম্যানেজ না করতে পারলেও হবে, হাতে দু'একদিনের অবসর থাকলেই কেল্লা-ফতে। কলকাতার কাছেই অপূর্ব এই ট্যুরিস্ট স্পটটির কথা বোধ হয় আপনার আগে জানা ছিল না। ঝটিকা সফরে বেরিয়ে আসতে পারেন কলকাতার খুব কাছে দক্ষিণ ২৪ পরগনার ফলতার নদীর পাড়ের গ্রাম শ্যামসুন্দরপুর (Shyamsundarpur) থেকে। হুগলি নদীর অপরূপ এই পাড় এক কথায় অনবদ্য। এখানকার নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ আপনার হৃদয় জুড়িয়ে দেবে। ব্যস্ত সময়কে কয়েক ঘন্টার জন্য বলুন বাই বাই, ঘুরে আসুন শান্ত ছায়ানিবিড় এই এলাকা থেকে। কয়েক ঘণ্টার অবসর আপনাকে অদ্ভুত রিল্যাক্স ফিল এনে দেবে। তাই পছন্দের সঙ্গীকে নিয়ে উইকেন্ড ট্রিপে ঘুরে আসতে পারেন ফলতার শ্যামসুন্দরপুর থেকে। কলকাতার ধর্মতলা থেকে এই শ্যামসুন্দরপুরের দূরত্ব মেরেকেটে ৫০ কিলোমিটারের মতো। কলকাতার দিক থেকে সড়কপথে যেতে হলে ধর্মতলায় পৌঁছে যান। সেখান থেকে বাসে করে সোজা ডায়মন্ড হারবার রোড ধরে আপনি পৌঁছে যেতে পারবেন শ্যামসুন্দরপুরে। ট্রেনে যেতে চাইলে পৌঁছে যান শিয়ালদহ দক্ষিণ শাখার প্ল্যাটফর্মে। সেখান থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে নিন। আরও পড়ুন- West Bengal News Live: 'এটা পরিষ্কার, আসল ও স্ক্যান OMR শিট এক নয়', চাকরি বাতিল মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের আরও পড়ুন- Kolkata Metro: 'বাংলা বাংলা করলে বাংলাদেশ হয়ে যাবে,' মেট্রোকর্মীর বিরুদ্ধে থানায় নালিশ, আন্দোলনে বাংলা পক্ষ সোজা পৌঁছে যান ডায়মন্ড রেলস্টেশনে। ডায়মন্ডহারবার রেলস্টেশন থেকে শ্যামসুন্দরপুরের দূরত্ব ১০ কিলোমিটারের মতো। এতল্লাটে যাওয়ার জন্য বহু অটো, টোটো পেয়ে যাবেন । থাকার জন্য শ্যামসুন্দরপুর রিভারসাইড রিসর্ট বা অ্যাকুয়া রিট্রিট রিসর্ট বুক করতে পারেন। ফোন নম্বর হল, ৮৭৬৮০ ০৮০৯৫ আরও পড়ুন- Digha: গোয়ার দুরন্ত মজা এবার দিঘাতেও, বাম্পার প্রয়াসে ফাটাফাটি আনন্দে মাতুন বাংলার সৈকতনগরীতে None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.