WEST-BENGAL

Mamata Banerjee: লক্ষ লক্ষ মানুষের অপমান! আম্বেদকর অবমাননা ইস্যুতে শাহকে ধুয়ে দিলেন মমতা

Follow Us Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র করেছেন Mamata Banerjee on Amit Shah's Babasaheb Remark: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র করেছেন বি আর আম্বেদকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে। “মুখোশ খুলে গিয়েছে! যেহেতু সংসদ সংবিধানের ৭৫ গৌরবময় বছরগুলিকে প্রতিফলিত করে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অনুষ্ঠানে ডক্টর বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্য করে তাঁকে কলঙ্কিত করেছেন, তাও আবার গণতন্ত্রের মন্দিরে,” মুখ্যমন্ত্রী X-এ পোস্ট করেছেন৷ তিনি আরও লিখেছেন, “এটি বিজেপির বর্ণবাদী এবং দলিত-বিরোধী মানসিকতার একটি প্রদর্শন। ২৪০টি আসনে নেমে আসার পরও যদি তারা এভাবেই আচরণ করে, তাহলে তাদের ৪০০ আসনের স্বপ্ন বাস্তবায়িত হলে তাদের কী ক্ষতি হত তা কল্পনা করুন। তারা ডাঃ আম্বেদকরের অবদানকে সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য ইতিহাস নতুন করে লিখবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য লক্ষাধিক মানুষের জন্য অপমান, যাঁরা দিকনির্দেশনা এবং অনুপ্রেরণার জন্য বাবাসাহেবের দিকে তাকিয়ে আছেন। কিন্তু যে দল ঘৃণা ও ধর্মান্ধতাকে পাথেয় করে তুলেছে তার থেকে আপনি আর কী আশা করতে পারেন?” আরও পড়ুন আম্বেদকর, দলিত ইস্যুতে কটাক্ষ! কংগ্রেসকে তুলোধোনা মোদীর “ড. বাবাসাহেব আম্বেদকর হলেন সংবিধানের জনক, এই আপত্তিকর মন্তব্যটি কেবল তাঁর উপরই সরাসরি আক্রমণ নয় বরং সংবিধানের খসড়া কমিটির সকল সদস্যের উপর, যা সমস্ত বর্ণ, ধর্ম, জাতি এবং ধর্মের সদস্যদের সঙ্গে বৈচিত্র্যে ভারতের ঐক্যের প্রতীক। ” যোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যসভায় তাঁর বক্তৃতার সময়, অমিত শাহ কংগ্রেসকে কটাক্ষ করেন, "এখন একটা ফ্যাশন হয়ে গেছে - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিতেন তাহলে এতদিনে সাতজন্ম ধরে স্বর্গে চলবে যেতেন।' স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণের নেতৃত্ব দিয়েছে কংগ্রেস। “তিনি বাবাসাহেব আম্বেদকর এবং সংবিধানকে অপমান করেছেন। মনুস্মৃতি এবং আরএসএস-এর তাঁর আদর্শ স্পষ্ট করে যে তিনি বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে সম্মান করতে চান না। আমরা এর নিন্দা করছি এবং তাঁর পদত্যাগ দাবি করছি। সব দলই তাঁর পদত্যাগ দাবি করছে।" None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.