WEST-BENGAL

Bangladesh Crisis: 'বাংলাদেশ আফগানিস্তান হবে', আর কখনও যেতেই চান না মুক্তিযোদ্ধা পরিতোষ হালদার

Follow Us Bangladesh Liberation Warrior: বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিতোষ হালদার। Bangladesh news: বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতা সংগ্রামে মুক্তি যুদ্ধে (Bangladesh Liberation War) অংশ নিয়েছেন তিনি। লড়াই করেছেন পাক-বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে। ৭৫ বছরের মুক্তিযোদ্ধা পরিতোষ হালদার (Paritosh Halder) আর কখনও নিজ জন্মভূমি বাংলাদেশ যেতে চান না। তাঁর আশঙ্কা, "মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) সোনার বাংলা এখন বোধ হয় আফগানিস্তান হওয়ার পথে।" পরিতোষ হালদার খোলামেলা কথা বললেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধির সঙ্গে। প্রশ্ন- এখন কী অবস্থা দেখছেন বংলাদেশের? পরিতোষ হালদার- যেদিন মুজিবুর রহমানকে মেরে ফেলল, সেদিন আমার উপলব্ধি হয়েছিল সোনার বাংলার আর সোনার থাকবে না। তখনই অশান্তির বীজ বপণ শুরু হয়ে গিয়েছিল। তারপর থেকে নানা সময়ে হিন্দুদের ওপর অত্যাচার (Attacks on Hindu) হয়েছে। শেখ হাসিনার (Sheikh Hasina) পতনের পর এখন তো লাগাতার গন্ডগোল চলছে। এই অশান্তি বন্ধ হবে না। বাংলাদেশের অবস্থা হবে আফগানিস্তানের মতো। প্রশ্ন- তাহলে বাংলাদেশে শান্তির কোনও আশা নেই? পরিতোষ হালদার- তেমন পরিস্থিতি নেই। তবে আমেরিকায় রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্প বসার পর দেখা যাবে কী হয়। তিনি যদি হিন্দুদের সুরক্ষা দেন, তাহলে সুরক্ষা হবে। তা না হলে শান্তির কোনও আশা নেই। প্রশ্ন- ১৯৭১-এ কী হাল হয়েছিল? পরিতোষ হালদার- আমাদের বাড়ি বরিশালের জালোকাঠিতে। ১৯৭১ সালে আমাদের পেয়ারা বাগান কেটে, ঘড়-বাড়িতে আগুন লাগিয়ে সব শেষ করে দিয়েছে। জালোকাঠিতে আমাদের পেয়ারাবাগানে ট্রেনিং নিয়েছিলাম মুক্তিবাহিনীর হয়ে। পরবর্তীতে আমাদের পরিবারের সকলেই এই দেশে চলে এসেছি। প্রশ্ন- ট্রেনিং ও লড়াইয়ের কথা মনে আছে? পরিতোষ হালদার- তখন আমার বয়স ২২-২৩ বছর। বন্দুক চালানোর ট্রেনিং নিয়েছি। গেরিলা কায়দায় লড়াই করেছি। পাথরঘাটার আগে মদবাড়িয়া সেক্টরে আমি ছিলাম। আওয়ামী লিগের বড় নেতা মহিউদ্দিনের বাড়ি। আমি গুলসাখালিতে থেকে লড়াই করেছি। আমরা গোপন ডেরায় থেকে আক্রমণের ব্লু-প্রিন্ট তৈরি করতাম। তারপর সেখানে পাকবাহিনী ও রাজারকারদের গেরিলা কায়দায় আক্রমণ করতাম। আরও পড়ুন- West Bengal News Live: বাংলাদেশের দিকে দিকে 'জেলমুক্ত' জঙ্গিরা, ভারতের তিন রাজ্যে সাঁড়াশি অভিযানে জালে ৮ সন্দেহভাজন প্রশ্ন- দেশ স্বাধীন হলেও বাংলাদেশে থাকলেন না কেন? পরিতোষ হালদার- অনেক লড়াইয়ের পর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এদেশে যাতায়াত ছিল। কিন্তু মুজিবুর রহমানকে হত্যা করার পর আর বাংলাদেশে থাকার ভরসা পাইনি। এদেশে চলে আসি। আরও পড়ুন- Kolkata News: সূত্রের খবরে অতর্কিতে হানা, কলকাতার গেস্ট হাউস থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২ প্রশ্ন- আওয়ামী লিগ নিয়ে আপনার ধারনা কি? পরিতোষ হালদার- আওয়ামী লিগের (Awami League) রাজনীতি যাঁরা করেন তাঁরা গঠনমূলক রাজনীতি করেন না। তাহলে তো ওদের শাসন ক্ষমতা থেকে কখনও নামাতে পারত না। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীতে জামাত ঢুকে আছে। আরও পড়ুন- Murshidabad News: বাংলাদেশের দিকে দিকে জেলমুক্ত জঙ্গিরা, সতর্কতা এপারেও, মুর্শিদাবাদে ২ সন্দেহভাজন জামাত জঙ্গি গ্রেপ্তার প্রশ্ন- কীভাবে টিকে থাকবে বাংলাদেশের হিন্দুরা? পরিতোষ হালদার- যাঁরা এখন বাংলাদেশে আছে তাঁদের নিজেদের লড়াই করে বেঁচে থাকতে হবে। এছাড়া বিকল্প কোনও পথ নেই। ওপাশে শান্তির কোনও আশা নেই। জামাতিরা চাইছে ইসলামি রাজত্ব কায়েম করতে। তবে বাংলাদেশে মুসলমানদের একটা অংশ আমাদের ভালোবাসতো। প্রশ্ন- আপনি কোন মতে বিশ্বাসী? পরিতোষ হালদার- আমি আর্য সমাজের লোক। আমি পুতুল পুজোয় বিশ্বাস করি না। তবে অন্য কোনও বিশ্বাসের মানুষকে আঘাত করা যায় না। সমাজে সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে। পরিতোষ হালদার স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশে আর যেতে তাঁর ইচ্ছা করে না। বাংলাদেশে শান্তির আশাও তিনি এক প্রকার ছেড়েই দিয়েছেন। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.