WEST-BENGAL

West Bengal News Highlights: নৈরাজ্যের বাংলাদেশে দুই মওলানার অনুগামীদের মধ্যে সংঘর্ষ, মৃত ৩, তুমুল মারামারিতে জখম শতাধিক

Follow Us News in West Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন। Latest West Bengal News Highlights: আবারও রোমহর্ষক খুন বঙ্গে। ফের প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা। এবার ঘটনাস্থল আলিপুরদুয়ার। গতকাল ভরসন্ধেয় বাইকে চেপে এসে এক মহিলাকে গুলি করে খুন করল দুষ্কৃতী। ওই যুবকের গুলিতে জখম আরও এক। কোনও মতে অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর শুরু করে ক্ষুব্ধ জনতা। হাসপাতাল নিয়ে গেলে তাকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, সাগরে ফের চোখ রাখাচ্ছে নিম্নচাপ। রাত পোহালেই বদলে যাবে আবহাওয়া। শীতের আমেজ বেশ ফিকে। বরং রাজ্যে আগামী ৪৮ ঘণ্টায় চড়বে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দু'দিনের মধ্যে রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ আরও চড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী দিন কয়েক ঘন কুয়াশার দাপট থাকবে। এদিকে, আর কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে বসে থাকবে না রাজ্য সরকার, কেন্দ্র টাকা না দিলে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের বরাদ্দ শেষ পর্যন্ত পাওয়া না গেলে আগামী বছরের মে-জুন মাস থেকে শুরু করে ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে আরও মোট ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র করেছেন বি আর আম্বেদকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে। দোলনায় চড়তে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু ৮ বছরের শিশুপুত্রের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে নদিয়ার রানাঘাটে। বাড়ির সামনে দোলনা চড়ছিল শিশুটি। তখনই কোনওভাবে দোলনার দড়ির প্যাঁচ গলায় লেগে যায়। সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চূড়ান্ত নৈরাজ্যকর পরিস্থিতি চলছে বাংলাদেশের দিকে দিকে। এরই মধ্যে গাজীপুরের টঙ্গির বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে তুমুল সংঘর্ষ দুই মাওলানার অনুগামীদের মধ্যে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। তুমুল মারামিরেত শতাধিক মানুষ জখম হয়েছেন। "এই বাংলাদেশ ভারতের কাছে বড় বিপদের কারণ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যে কোনও দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে।" বিস্ফোরক দাবি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। চিন, পাকিস্তান ও বাংলাদেশের মৌলবাদীরা মিলে ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ এনেছেন এই প্রাক্তন কংগ্রেস সাংসদ। বিস্তারিত পড়ুন- Adhir Ranjan Chowdhury: "যে কোনও দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে", মারাত্মক আশঙ্কা অধীরের নৈরাজ্যের বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ চলছে এখনও। ফি দিন সে দেশে চড়া হচ্ছে ভারত বিরোধিতার সুর। বাংলাদেশের প্রাক্তন সেনা-আধিকারিকরা সম্প্রতি কলকাতা দখলের ডাক দিয়েছিলেন। এবার তাদেরও টেক্কা দিলেন মৌলবাদী নেতা মুফতি কাজি ইব্রাহিম। এবার দিল্লি দখলের ডাক দিয়েছেন এই কট্টরবাদী নেতা। বিস্তারিত পড়ুন- Bangladesh News: কলকাতা দখল স্বপ্ন! এবার দিল্লি দখলের ডাক বাংলাদেশের মৌলবাদী নেতার আজ নিউ টাউনে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসে ১০০০ কর্মসংস্থান হবে। তবে আগামী কয়েক বছরে অন্য কর্মী মিলিয়ে এখানে আরও কয়েক হাজার কর্মসংস্থান হবে। বিরাট পাসপোর্ট জালিয়াতির পর্দা-ফাঁস। বাংলাদেশি নাগরিকদের ভুয়ো ভারতীয় পাসপোর্ট বানানোর অভিযোগে চারজন গ্রেপ্তার। ধৃতদের মধ্যে রয়েছে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন, ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল এবং বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস ও তার ছেলে রিপন বিশ্বাস। মোটা টাকার বিনিময়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিত ধৃতরা। ঘণ্টা তিনেকেই নৃশংস খুনের কিনারা করে ফেলল পুলিশ। নিঃসন্তান মাসি ও মেসোমোশাইকে খুনের অভিযোগে শ্রীঘরে ঠাঁই সম্পর্কে ভাইঝি ও তাঁর দুই ছেলের। বৃদ্ধ মাসি ও মেসোমোশাইয়ের সম্পত্তিতে নজর পড়েছিল তাঁদেরই এক আত্মীয়ার মেয়ের। নিঃসন্তান দম্পতির টাকা-পয়সা হাতাতে দুই ছেলেকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢোকে ওই মহিলা। বৃদ্ধ মাসি ও মেসোমোশাইকে খুন করে টাকা-পয়সা লুঠ করে চম্পট দিয়েছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি। নৃশংস এই ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লী এলাকার। বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: আবারও 'টার্গেট' বৃদ্ধ নিঃসন্তান দম্পতি! বাড়িতে ঢুকে নৃশংস খুন, ৩ ঘণ্টায় কিনারা গত দিন কয়েক গোটা রাজ্যে শীতের কাঁপানো দাপট ছিল। তবে যেন হঠাৎ করেই ব্রেক কষেছে ঠান্ডা। নিম্নচাপের জেরে এবার রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। নতুন করে ঠান্ডার জমাটি কামব্যাক কবে? বিস্তারিত পড়ুন- West Bengal Weather:নিম্নচাপের গেরোয় ফিকে শীতের আমেজ, জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস, ঠান্ডার দুরন্ত কামব্যাক কবে? প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে সিবিআই। গতকাল রাতেই জোকা ইএসআই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করানোর পর গতরাতেই কালীঘাটের কাকুকে নিজাম প্যালেসের দপ্তরে নিয়ে যায় সিবিআই। আপাতত শনিবার পর্যন্ত কালীঘাটের কাকুকে হেফাজতে নিয়ে জেরা করার সুযোগ পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.