WEST-BENGAL

RG Kar Case: CBI তদন্তে চূড়ান্ত অনাস্থা, হাইকোর্টে মামলা আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের

Follow Us Calcutta High Court: কলকাতা হাইকোর্ট। parents of RG kar victim filed a case in Calcutta High Court demanding a fresh investigation order: আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় নয়া মোড়। CBI তদন্তে আর আস্থা নেই নির্যাতার পরিবারের। বরং কেন্দ্রীয় সংস্থার তদন্তে অনাস্থা এনে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা। নতুন করে তদন্তের নির্দেশ দিক আদালত, এমনই আর্জি জানিয়ে মামলা নির্যাতিতার বাবা-মায়ের। নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। তাদের দাবি, বর্তমানে কেন্দ্রীয় সংস্থা সিবিআই নিয়ন্ত্রণাধীন যে তদন্ত চলছে তার প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট নয়। এই মামলার সঙ্গে সম্পর্কিত যাবতীয় তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে বলে অভিযোগ তাঁদের। এখন মামলার সাক্ষগ্রহণ প্রক্রিয়া চলছে, এই পরিস্থিতিতে আদালত এখনই এব্যাপারে হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের তদন্ত ধরণ নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন আরজি করের তরুণী চিকিৎসকের বাবা-মা। তারা নতুন করে তদন্তের তদন্তের আবেদন জানাতে সেই মামলায় অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলায় সিবিআইকেও যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরও পড়ুন- SSC Recruitment Verdict: 'ডাল মে কালা ইয়া সব কুছ হি কালা!', চাকরি বাতিল মামলায় বেনজির মন্তব্য প্রধান বিচারপতির আরও পড়ুন- West Bengal News Live: ২৬ হাজার চাকরি বাতিল মামলা: 'অতিরিক্ত শূন্যপদ তৈরি কেন?' রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির উল্লেখ্য, সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। নির্যাতিতার বাবা-মা এতে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন। সিবিআই ৯০ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ-অভিজিৎদের জামিন হয়ে গিয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তের ধরন নিয়ে চূড়ান্ত অনাস্থা প্রকাশ করেছেন আরজি করের নির্যাতার বাবা মা। এবার তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আরও পড়ুন- SSC Recruitment Verdict: যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব, চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে জানাল SSC None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.