WEST-BENGAL

Digha: গোয়ার দুরন্ত মজা এবার দিঘাতেও, বাম্পার প্রয়াসে ফাটাফাটি আনন্দে মাতুন বাংলার সৈকতনগরীতে

Follow Us Digha: দিঘার সমুদ্র পাড়। Digha: দিঘায় (Digha) পর্যটকদের জন্য আকর্ষণীয় পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকারের তরফে নানাবিধ পদক্ষেপ করা হয়েছে। বেসরকারি উদ্যোগেও একাধিক বন্দোবস্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই দিঘাকে নতুন করে সাজানোর কথা বলেছিলেন। গত কয়েক বছরে রাজ্যের এই সৈকত নগরীতে উন্নয়নের ঢালাও কর্মসূচি নিয়ে রাজ্য। এবার সামনেই বড়দিন ও নতুন বছরের শুরু। এই আবহে দিঘায় পর্যটকদের ভিড় উপচে পড়বে। পর্যটকদের সুবিধার্থে এবার ওল্ড দিঘার বিশ্ব বাংলার গেটের বিপরীতে "গো গ্রিন দিঘা" থেকে চালু নতুন পরিষেবা। "ই বাইক রেন্টাল" পরিষেবা মিলছে। দেশের অন্যতম সৈকত-শহর গোয়ায় এই পরিষেবা দারুণ জনপ্রিয়। তবে দিঘায় এটা ছিল না। এবার পর্যটকদের স্বার্থে রাজ্যের সমুদ্রনগরীতেও বড়দিন ও ইংরেজি নববর্ষের আগেই এই ব্যবস্থা চালু। "গো গ্রিন দিঘা" সংস্থার দায়িত্ব থাকা সুমিত ঘোষ জানান, রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘাকে সুস্থ ও সুন্দর রাখা রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের প্রতিটি মানুষের দায়িত্ব। তাই দিঘাকে গ্রিন রাখতে ও পর্যটকদের দিঘার প্রতি আকর্ষণ আরও বাড়াতে "ই বাইক রেন্টাল" পরিষেবার ব্যবস্থা চালু হয়েছে। ডিসেম্বর মাস থেকে পরিষেবা পাচ্ছেন পর্যটকেরা। তাঁর কথায়, "আমরা প্রথমিকভাবে ৪ ঘন্টার জন্য ৫০০ টাকা, ৬ ঘন্টার জন্য ৬০০ টাকা নিচ্ছি। ৪০ কিমি ঘুরতে পারবেন। যদি কেউ ৮০ কিমি জায়গা ঘুরতে চান তার জন্যও বিশেষ ছাড় দিয়ে ৮ ঘন্টার জন্য ৭০০ টাকা ও ১২ ঘন্টার জন্য ৯০০ টাকা খরচ করতে হবে।" আরও পড়ুন- West Bengal News Live: 'নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দিন', হাইকোর্টে মামলা আরজি করের নির্যাতিতার পরিবারের আরও পড়ুন- Purba Bardhaman News: গোপন সূত্রে খবরে অতর্কিতে হানা পুলিশের, ফের উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা এই পরিষেবা পেতে হলে প্রথমে ১৫০০ টাকা ও যে কোনও একটি পরিচয়পত্র জমা করতে হবে পর্যটকদের। রাস্তায় কোনও সমস্যায় পড়লে সেব্যাপারেও দ্রুত সাহায্য মিলবে। একটি বাইকে দু'জন ও সাথে ছোটো বাচ্চা যেতে পারবে। বর্তমান সময়ে ওল্ড দিঘায় কাউন্টার খোলা হয়েছে। আগামী দিনে মন্দারমণি, তাজপুর, শংকরপুর সহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রেও এই পরিষেবা চালু করা হবে। পরিষেবা গ্রহণ ও বাইক ভাড়ায় নেওয়ার পর কোনও সমস্যায় পড়লে যোগাযোগের জন্য ০৩২২০১৪৪৩১ তথবা ৯১২৩৭৮৬০৬৬ নম্বরে ফেনা করা যেতে পারে। এই পরিষেবা পেয়ে খুশি পর্যটকেরা। আরও পড়ুন- Bangladesh Crisis: 'বাংলাদেশকে গালাগালি না করে নিজের দায়িত্ব পালন করুন', কাদের ঠুকলেন নওশাদ? দমদম থেকে দিঘায় গিয়েছেন পর্যটক সুবীর রায়। তিনি বললেন, "ই বাইক রেন্টাল পরিষেবা চালু হয়েছে। আমরা দারুণ খুশি। দিঘার অনেক জায়গা ঘুরে দেখার মতো। এবার সেই সুযোগ পাওয়া যাচ্ছে।" রাজ্য সরকার দিঘার প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ করেছে গত কয়েক বছরে। গোটা দিঘা ঢেলে সাজিয়েছে রাজ্য। দিঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির (Jagannath Temple) তৈরি হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরির কাজ সরেজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী বছরের অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হবে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.