WEST-BENGAL

Serampore News: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার 'ডেলিভারি বয়', সতর্কবার্তা উদ্বিগ্ন কল্যাণের

Follow Us প্রতীকী ছবি। Delivery boy arrested for molesting minor in Serampore: বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্সেল দিতে এসে ১৫ বছরের নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চন্দননগর কমিশনারেট এলাকায়। নাবালিকার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি শ্রীরামপুর। সেখানে পরিবার নিয়ে থাকলেও তাঁর আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। পকসো ধারায় মামলা রজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই দিন নিজের বাড়িতেই ছিল নাবালিকা। পার্সেল দেওয়ার নাম করে ডেলিভারি বয় আসতেই দরজা খুলে দেয় ওই নাবালিকা। বাড়িতে কেউ নেই আঁচ করে নাবালিকার সঙ্গে দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় ওই ডেলিভারি বয়। তারপর মেয়েটির শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকা চিৎকার করতেই চম্পট দেয় অভিযুক্ত। রাতে পুলিশের কাছে অভিযোগ করার পরেই শুরু হয় তদন্ত। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিকে, এই ঘটনায় উদ্বিগ্ন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোষ্ট করেছেন। সেখানে তিনি অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকতে অনুরোধ করেছেন। আরও পড়ুন- West Bengal News Live: অশান্তির স্রোত বাংলাদেশে! এই আবহে শিলিগুড়িতে অমিত শাহ, সীমান্ত বাহিনীর সঙ্গে বৈঠক আরও পড়ুন- West Bengal Weather: ভরা শীতে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, দুর্যোগ শেষে ঠান্ডার মারকাটারি কামব্যাক কবে? ফেসবুক পোস্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আপনার সন্তান একা থাকলে আপনার বাড়িতে কোনও ডেলিভারি কর্মীকে ঢুকতে অনুমতি দেবেন না। আমি সকলকে অনুরোধ করছি। সম্প্রতি, আমি শ্রীরামপুর এলাকায় একটি উদ্বেগজনক ঘটনার বিষয়ে জেনেছি। যেখানে একজন ডেলিভারি বয় একটি বাড়িতে ঢুকেছিল। বাড়িতে একা থাকা এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করেছিল। সৌভাগ্যবশত, শ্রীরামপুর থানা দ্রুত সক্রিয় ভূমিকা নিয়েছে। ওই ব্যক্তিকে শনাক্ত করেছে। তাকে গ্রেপ্তার করেছে। দয়া করে সতর্ক থাকুন এবং আপনার বাচ্চাদের সুরক্ষিত রাখতে সতর্কতামূলক পথ অবলম্বন করুন।" আরও পড়ুন- SSC Recruitment Verdict: 'ডাল মে কালা ইয়া সব কুছ হি কালা!', চাকরি বাতিল মামলায় বেনজির মন্তব্য প্রধান বিচারপতির None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.