Follow Us News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন। Latest West Bengal News Highlights: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় ইতিমধ্যেই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়েছে আদালত। ৯০ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। সেই কারণেই দু'জনকে আদালত জামিন দিয়েছে। এবার CBI-এর উপর পাল্টা চাপ তৈরির পথে চিকিৎসকদের একাংশ। ফের ধর্মতলায় ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশকে পাঠানো হয়েছে ইমেল। কলকাতা পুলিশের তরফে ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসার জন্য মঞ্চ বাঁধার অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা। অন্যদিকে, গড়েই এবার বিশাল ধাক্কা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কাঁথি সমবায় ব্যাংকের ভোটে জয়জয়কার জোড়াফুলের প্রার্থীদের। সমবায় ব্যাংকের ১০৮টি আসনের মধ্যে ১০১টিই দখল করেছে তৃণমূল। BJP জিতেছে মাত্র ৬টি আসনে। একটি আসন গিয়েছে নির্দল প্রার্থীর দখলে। স্বাভাবিকভাবেই কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনে এমন পরাজয় শুভেন্দু অধিকারীর কাছে বিরাট ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলে থাকাকালীন দীর্ঘদিন এই কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বিরোধী দলনেতা। সমবায় ব্যাংকের ভোটে জেতার জন্য সর্বশক্তি লাগিয়েছিল BJP। গোটা অধিকারী পরিবার ঝাঁপিয়ে পড়েছিল এই ব্যাংকের ভোটে জয় পেতে। তবে শাসকদলের বিধায়ক অখিল গিরির নেতৃত্বে এই নির্বাচনে লড়ে জয় ছিনিয়ে নিলেন তৃণমূলের প্রার্থীরা। এদিকে পারদ পতনে গ্যাংটককে হারিয়ে দিয়েছে পুরুলিয়া। পাহাড় নগরী দার্জিলিঙের (Darjeeling) তাপমাত্রা ও পুরুলিয়ার তাপমাত্রা প্রায় এক। রবিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দার্জিলিঙের তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি। পড়শি রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটকের তাপমাত্রা গতকাল ছিল ৬.৯ ডিগ্রি। এক কথায় হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি। একদিকে যেমন ঠান্ডা কাঁপুনি ধরাচ্ছে দার্জিলিঙে, তেমনই পশ্চিমের পুরুলিয়ার জঙ্গলমহলে কাঁপানো শীতে একেবারে জবুথবু অবস্থা। বাংলাদেশের সিলেটে ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে থামাতে নামাতে হল সেনা। এই সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৬০ জন। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর অস্বস্তি বাড়ল। আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ সিবিআই মামলায় গ্রেফতার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। নৈরাজ্যের বাংলাদেশে দিকে দিকে আক্রান্ত হিন্দুরা। বেছে বেছে হিন্দু মহল্লায় ঢুকে দোকান,বাড়িঘরে ভাঙচুর চালাচ্ছে মৌলবাদীরা। বেপরোয়া ভাঙচুর চলছে মন্দিরেও। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের ব্যবসায়ীদের বিধাননগর মেলায় আসতেই বারণ করা হল। এমনকী বাংলাদেশের ব্যবসায়ীদের বিধাননগর মেলার স্টলের জন্য দেওয়া অগ্রিম টাকাও ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। বিস্তারিত পড়ুন- Bidhannagar News: 'আসারই দরকার নেই', বাংলাদেশি ব্যবসায়ীদের বলল বিধাননগর মেলা কমিটি ওপার বাংলায় হিন্দু নির্যাতন চলছেই। বেছে বেছে দিকে দিকে হিন্দু মহল্লায় আক্রমণ চালাচ্ছে মৌলবাদীরা। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ এপার বাংলাতেও। কলকাতায় বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির মিছিল। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল। এবার WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভবিষ্যতে আরেকটি 'অজানা রোগ' অর্থাৎ রোগ 'এক্স' থেকে সতর্ক থাকতে বলেছে। ডব্লিউএইচও সতর্ক করেছে যে এটি এড়াতে পুরো বিশ্বকে এখন থেকেই প্রস্তুতি শুরু করা উচিত। রোগ 'এক্স' সম্পর্কে সবচেয়ে ভীতিকর বিষয় হল যে এটি অজানা মহামারী ভাইরাস। ব্যাকটেরিয়া, ছত্রাকের মতো যে কোনও আকারে আক্রমণ করতে পারে। এমনকী চিকিৎসা বিজ্ঞানও জানে না এটা কীভাবে ছড়িয়ে পড়বে? কোথায় পড়বে? কীভাবে এর নিষ্পত্তি হবে? বিস্তারিত পড়ুন- Deadly Pandemic: করোনার চেয়েও এই মহামারী ৭ গুণ বেশি প্রাণঘাতী! উদ্বেগে WHO, জানুন এড়ানোর কৌশল বাংলাদেশের নির্বাচন নিয়ে সামনে এসেছে বিরাট আপডেট। বিজয় দিবসেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বড় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন,আগামী বছরের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুর দিকে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতবর্ষের জন্যই স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। আজ সোমবার বিজয় দিবস। বিশেষ এই দিনে ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। বিশেষ এই দিন দেওয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস সে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসক' বলে আক্রমণ শানিয়েছেন। একইসঙ্গে তাঁর নিজের সরকারের একের পর এক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে তাঁরই মুখে। দীর্ঘ আধ ঘণ্টার বক্তৃতায় ভারতের নাম পর্যন্ত নেননি ইউনুস। বাগুইআটি এলাকায় এক প্রোমোটারকে মারধরের অভিযোগে দু'জনকে গ্রেফতার করল পুলিশ। আরও বেশ কয়েকজনের যোগ রয়েছে এই ঘটনায়। ধৃতদের ভিতরে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে বাগুইআটি থানার পুলিশ। গাড়ির ধাক্কায় মৃত্যু হল মা ও শিশুর। দুর্ঘটনায় আশঙ্কাজনক আরও এক শিশু। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রামবাটি গোপালনগর এলাকায় দুর্ঘটনা। মৃত মর্জিনা হালদার ও মোহিত হালদার। আশঙ্কাজনক অবস্থায় আরিয়ান মোল্লা নামে এক শিশু চিকিৎসাধীন ডায়মন্ড হারবার হাসপাতালে। 'সিবিআই বা ইডি হচ্ছে কেজড প্যারোট। প্রভু যা বলে, তাই করে। কিছু প্রমাণ করতে পারে না।' বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করেছেন রাজ্যের মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আরজি কর (RG Kar) কাণ্ডের তদন্তে নেমে ৯০ দিনের মধ্যেও সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি সন্দীপ ঘোষদের নামে। তা নিয়েও কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন সিবিআইকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিস্তারিত পড়ুন- West Bengal News: 'CBI-ED খাঁচার টিঁয়া, প্রভু যা বলে তাই করে', কেন্দ্রকে তুলোধনা শোভনদেবের যে কোনও উৎসব-পার্বণের আবহে রেলের বিভিন্ন সেকশনে যাত্রীদের বিপুল চাপ বাড়ে। তবে যাত্রীদের চাপ সামলাতে রেলের তরফেও ওই নির্দিষ্ট সময়ে বাড়তি ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওযার চেষ্টা হয়। এবার কুম্ভ মেলার ভক্তদের জন্যও বাডতি তৎপরতা পূর্ব রেলের। পূর্ব রেল কুম্ভ মেলার ভক্তদের সুবিধার্থে চালাবে ৪২ জোড়া বিশেষ ট্রেন। সব মিলিয়ে ৭৭,৫০০-রও বেশি বার্থের ব্যবস্থা পূর্ব রেলের। বিবৃতি দিয়ে এব্যাপারে বিশদে জানিয়েছে পূর্ব রেল। বিস্তারিত পড়ুন- Eastern Rail: কুম্ভ মেলায় যাবেন? বাংলার ভক্তদের জন্য যুগান্তকারী বন্দোবস্ত রেলের 'বন্ধু' ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, বিজয় দিবসে কলকাতায় বাংলাদেশের বিশেষ প্রতিনিধিদল। প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস অনুষ্ঠানের আয়োজন করে ইস্টার্ন আর্মি কমান্ড, যেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্যরা এবং সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকেই এই প্রথা চলছে। মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু-সংখ্যালঘু সংক্রান্ত মন্তব্যে বেজায় রুষ্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সাম্প্রতিকতম মন্তব্যে ক্ষুব্ধ স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে বারবার ধর্ম টেনে বেশ কিছু মন্তব্য করতে দেখা গিয়েছে ফিরহাদ হাকিমকে। যা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, "বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। সর্বশক্তিমানের কৃপা থাকলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব।" আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত স্পষ্ট। আজ থেকেই রাজ্যে কমতে পারে শীতের দাপট। উইকেন্ডে একাধিক জেলায় মেঘলা আকাশ তৈরির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হতে পারে। বিস্তারিত পড়ুন- West Bengal Weather: আজ থেকেই ব্রেক কষবে শীত! দিন তিনেকেই সুনামি শক্তিতে ঠান্ডার কাঁপানো কামব্যাক? প্রয়াত জাকির হুসেন। তবলা মায়েস্ত্রোর বোল থামল ৭৩ বছর বয়সে। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন কিংবদন্তী এই শিল্পী। এবার আর শেষ রক্ষা আর হল না। গত এক সপ্তাহ ধরে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। আরজি করের নির্যাতিতা তরুণীর বাবা-মা বিজেপির কয়েকজন নেতার তৎপরতায় খুশি। গতকাল আরজি করের নির্যাতিতার বাড়ির সামনে প্রতিবাদ মিছিল করে পানিহাটি নাগরিক মঞ্চ। সেই মিছিলে সামিল ছিলেন নির্যাতিতার বাবা-মা। সেখানে তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। নির্যাতিতার বাবা বলেন, "বিজেপির চার-পাঁচজন প্রথম দিন থেকেই আমাদের সাহায্য করছেন।" None
Popular Tags:
Share This Post:
Bangladesh Crisis: 'বাংলাদেশ আফগানিস্তান হবে', আর কখনও যেতেই চান না মুক্তিযোদ্ধা পরিতোষ হালদার
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 19, 2024
Featured News
Latest From This Week
Bangladesh Crisis: 'বাংলাদেশকে গালাগালি না করে নিজের দায়িত্ব পালন করুন', কাদের ঠুকলেন নওশাদ?
WEST-BENGAL
- by Sarkai Info
- December 19, 2024
Sixth Finance Commission: ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য, পঞ্চায়েতের মানোন্নয়নে নজর
WEST-BENGAL
- by Sarkai Info
- December 19, 2024
West Bengal Weather: হঠাৎ গায়েব ঠান্ডার দাপট, বঙ্গোপসাগরে নিম্নচাপ, কাল থেকেই বৃষ্টি কোন কোন জেলায়?
WEST-BENGAL
- by Sarkai Info
- December 19, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.