WEST-BENGAL

TMC: তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে হ্যান্ডবিল, অনুব্রতর বীরভূমে ব্যাপক চাঞ্চল্য

TMC: তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে হ্যান্ডবিল, অনুব্রতর বীরভূমে ব্যাপক চাঞ্চল্য TMC: বিরোধী দল বিজেপিও পঞ্চায়েতের কাজের নামে টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। অঞ্চল সভাপতির দাবি, দলের একটা অংশ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে এই নোংরামি করছে। Ashis Kumar Mondal 06 Oct 2024 19:38 IST আপডেট করা হয়েছে 06 Oct 2024 19:38 IST Follow Us New Update TMC: অঞ্চল সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে হ্যান্ডবিল ছড়ানো হল গ্রামের গলিপথ থেকে রাস্তায়। এই হ্যান্ডবিল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অঞ্চল সভাপতির দাবি, দলের একটা অংশ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে এই নোংরামি করছে। Advertisment হ্যান্ডবিলে লেখা রয়েছে, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনও ঠিকাদার দলের পদে থাকতে পারবে না। কিন্তু রামপুরহাট ২ নম্বর ব্লকের বুধিগ্রাম অঞ্চলের সভাপতি মনিরুজ্জামান ওরফে বুলু নিজে ঠিকাদার। ফলে নিজে এবং দুই ছেলের নামে কোটি কোটি টাকার কাজ করে মোটা টাকা আত্মসাৎ করেছেন। এলাকার রামভদ্রপুর গ্রামে ৫৫ লক্ষ টাকার নিকাশি নালা, যবুনি থেকে খামেড্ডা রাস্তার কাজে এক কোটি ৩৭ লক্ষ টাকা, কৌড় বেলা গ্রামে ৮৭ এবং কাশীপুর গ্রামে ৬৭ লক্ষ টাকার কাজের বরাদ্দ ধরে টাকা আত্মসাৎ করছেন।" এমনকি বিরোধী দল বিজেপিও পঞ্চায়েতের কাজের নামে টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। যদিও মনিরুজ্জামান বলেন, “এসব বিরোধীদের চক্রান্ত। তাতে দলের কয়েক জনের ইন্ধন রয়েছে। আর আমি দুই দশক ধরে ঠিকাদারি করে আসছি। তারপরও দলের নেতৃত্ব আমাকে অঞ্চল সভাপতি করেছে। ফলে দুর্নীতি হলে আমাকে পদে রাখত না”। আরও পড়ুন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বধূকে ধর্ষণ, বিষ খাইয়ে খুন, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তেরও বিজেপির পঞ্চায়েত সদস্য হারা মাল বলেন, “আমরা নির্বাচিত প্রতিনিধি। কিন্তু আমাদের না জানিয়েই সমস্ত কাজ হয়। প্রধান আর অঞ্চল সভাপতি মিলে আমাদের অন্ধকারে রেখে কাজ করে চলেছেন। তাই আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিলাম”। tmc Mamata Banerjee West Bengal Read More None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.