ENTERTAINMENT

Debchandrima Singha Roy: 'সরি মা...', দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে বিমান থেকে ঝাঁপ! কী হল দেবচন্দ্রিমার?

Follow Us দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে বিমান থেকে ঝাঁপ! Debchandrima Jumping Out Of A Plane: বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ দেবচন্দ্রিমা ভট্টাচার্য। 'সাঁঝের বাতি', 'সাহেবের চিঠি'-এর মতো বেশ কিছু বাংলা মেগায় তাঁর অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। বর্তমানে শহরের বাইরে দেবচন্দ্রিমা। মুম্বই আপাতত তাঁর স্থায়ী ঠিকানা। হিন্দি মেগায় কাজ করছেন বঙ্গ তনয়া। গত আট মাস মায়ানগরীতেই রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। A post shared by Debchandrima❣️ (@debchandrima_official) A post shared by Debchandrima❣️ (@debchandrima_official) কলার্সের 'সুহাগন চুড়েল' ধারাবাহিকে কাজ করেছেন দেবচন্দ্রিমা। সদ্যই শেষ হয়েছে ধারাবাহিকটি। তাই খানিক অবসরযাপন। এমনিতেই তো ভ্রমণপিপাসু অভিনেত্রী দেবচন্দ্রিমা। তাই সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছেন। আর গন্তব্য? দুবাই। সেখান গিয়ে বিমান থেকে ঝাপ দিলেন দেবচন্দ্রিমা! তারপরই মাকে 'সরি' বললেন অভিনেত্রী। A post shared by Debchandrima❣️ (@debchandrima_official) আসলে দুবাইয়ে গিয়ে স্কাই ডাইভিং করছেন দেবচন্দ্রিমা। আকাশে ভাসছেন অভিনেত্রী। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তবুও মনের ইচ্ছেপূরণ তো করতেই হবে। ভয়কে জয় করেই স্কাই ডাইভিংয়ের শখ মেটালেন দেবচন্দ্রিমা সিংহ রায়। বিমানে ওঠা থেকে ঝাঁপ দেওয়া, প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী। A post shared by Debchandrima❣️ (@debchandrima_official) সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে লিখেছেন, 'এটা পাখি! এটা প্লেন! এটা আমি...প্লেন থেকে ঝাঁপ দিচ্ছি! সরি মা।' তারপরই লাল হৃদয় আর চুমুর ইমোজি। আবার আকাশে ভাসতে ভাসতে ভয়কে উপভোগ করার মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, 'উপভোগ করতে হবে। আর যে কোনও উপায়ে ভয়কে জয়ও করতে হবে।' A post shared by Debchandrima❣️ (@debchandrima_official) বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে ছুটির মুডে রয়েছেন দেবচন্দ্রিমা। সেখান থেকে বেশ কিছু এক থাছবি-ভিডিও শেয়ার করছেন। আরব দেশের কালো রঙের পোশাক পরে ক্যামেরায় পোজ দিয়ে লিখেছেন, 'আরবের স্বপ্ন নিয়ে বাঁচছি'। A post shared by Debchandrima❣️ (@debchandrima_official) A post shared by Debchandrima❣️ (@debchandrima_official) A post shared by Debchandrima❣️ (@debchandrima_official) কখনও আবার উজ্জ্বল বর্ণের গাউন উড়িয়ে ক্যাটরিনার আদলে এক থা টাইগারের গানে রিল বানিয়ে স্বপ্নপূরণ করেছেন দেবচন্দ্রিমা। সেই ভিডিও-ও শেয়ার করেছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির সহকর্মী অদ্রিজা রায় থেকে জ্যাসমিন রায়, মিষ্টি সিং, সুদীপ্তা চক্রবর্তী প্রশংসা করেছেন। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় দেবচন্দ্রিমা। নানা মুহূর্ত সমাজমাধ্যমের পেজে ভাগ করে নেন অভিনেত্রী। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.