ENTERTAINMENT

Dev - Khadaan: শত্রুদের মুখে ছাই দিয়েই দেবের পাশে পরিচালক, এত হিংসা সহ্য হয় শ্যাম মাহাতোর?

Follow Us দেবের পাশে পরিচালক, হিংসার কথা তুলেই তিনি বললেন... Photograph: (Instagram) একটা বাংলা ছবি, যাকে নিয়ে আলোচনা এবং ভালবাসার শেষ নেই, তাঁকে নিয়ে কিন্তু হিংসাও বাড়ছে অনেকের মধ্যে। কারণ? দেব, নিজের ইচ্ছেয়, নিজের উদ্যমে এমনকি নিজের চেষ্টায় এবং ভালবাসা দিয়ে খাদানকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন। মাস কমার্শিয়াল ছবির তালিকায় এখন দেবের খাদানের কথা না বললেই নয়। এবং অবশ্যই, এর জন্য বেজায় খেটেছেন তিনি। বর্তমানে যে বাংলা ছবির জয়জয়কার হচ্ছে, তাতে কিন্তু প্রথম ক্রেডিট পাওয়ার কথা দেবের। কারণ, তিনি বড় ভাবতে পেরেছেন। আর একথাও অনেকের জানা যে, খাদানের সঙ্গে রিলিজ করেছে আরও তিনটি বাংলা ছবি। যেখানে স্বপ্নময় লেন, আসতে আসতে নিজেদের চেষ্টার মারফত, জায়গা করে নিচ্ছে। এবং রাজ চক্রবর্তীর সন্তান রয়েছে সেই তালিকায়। যদিও, বা রাজের সন্তান নিয়ে অনেকেই নিদারুণ আশা ছিল। কিন্তু, সেই আশানুরূপ ফল হচ্ছে না। ফলে, আজ ঋত্বিক চক্রবর্তী একটি পোস্ট করে বসেছেন। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যে দেবের এই উত্থান দেখে তিনি স্তম্ভিত। দেব ভক্তদের এমনও মনে হয়েছে যে ঋত্বিক হয়তো বা, একটু বেশিই হিংসা করে ফেলেছেন। আর দেবের প্রতি অন্য মানুষের এত হিংসা দেখে এবার পরিচালক বিরসা দাশগুপ্ত তাঁর পাশে দাঁড়িয়েছেন। তিনি সমাজ মাধ্যমে লিখছেন... "আমি বুঝি না কেন, দেবের সাফল্য দেখে সবসময় কেউ না কেউ হিংসা করে? কেন হিংসা করেন কেন? আর ভাই! ও যেটা করেছে সেই প্রাপ্যটা ওকে ফিরিয়ে দিন। বাংলার মেইনস্ট্রিম সিনেমা ব্যাক করছে। আর এর জন্য দেবকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানানো উচিত।" সেই পোস্ট অভিনেতা নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। এবং জানিয়েছেন কী অনুভূতি হচ্ছে তাঁর। অভিনেতা পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন। এবং লিখছেন... "বিরসা তোমাকে ধন্যবাদ। কিন্তু, আর এখন আমার মন খারাপ হয় না। বিষয়টা সয়ে গিয়েছে এখন।" দেব বাংলা সিনেমার জন্য লড়ছেন। শুধু তাই নয়, বাংলা সিনেমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। ভক্তরা বেজায় খুশি তাঁর কাণ্ডে। তাই দেব নিজেও খুশি। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.