ENTERTAINMENT

Monali Thakur: কনসার্টে গিয়ে চরম সমস্যায়! মাঝপথে শো ছেড়ে রেগে কাঁই মোনালি, দেখুন ভিডিও

Follow Us মাঝপথে শো ছেড়ে রেগে কাঁই মোনালি Monali Thakur Varanasi Concert: বাঙালি কন্যা মোনালি ঠাকুরের বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেরও ব্যাপক চাহিদা। পুজোর গানেও জয়জয়কার মোনালীর। বিভিন্ন জায়গায় কনসার্টও করেন সংগীতশিল্পী মোনালী ঠাকুর। সম্প্রতি বারাণসীতে শোয়ে এসেছিলেন। কিন্তু, মাঝপথে কনসার্ট ছেড়ে বেরিয়ে যান মোনালি। ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন শিল্পী। সেই সঙ্গে আয়োজকদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন সংগীতশিল্পী মোনালি ঠাকুর। ইনস্টাগ্রামের সেই ক্লিপিং দাবানলের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই মোনালী ঠাকুর অব্যবস্থার কথা বলেছেন। অত্যন্ত খারাপ পরিকাঠামো, ভিড়ের কোনও নিয়ন্ত্রন নেই, চরম বিশৃঙ্খলতা। একটা শো করতে গেলে যে দায়িত্ববোধ থাকা দরকার সেটাই আয়োজকদের নেই বলে হতাশ মোনালি। কড়া সুরে তিনি বলেন, 'এখানে পারফর্ম করার জন্য আমরা খুবই উৎসাহী ছিলাম। কিন্তু, পরিস্থিতি এমন যে হতাশা নিয়ে ফিরলাম। শোয়ের পরিকাঠামো, ব্যবস্থাপনা সম্পর্কে আর কিছু বলার নেই। এটা তো আয়োজকদের দায়িত্ব। মঞ্চে যে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে সমস্ত টাকা চুরি হয়ে যেত। দেখে তো মনে হচ্ছিল ওটাই তাদের লক্ষ্য ছিল।' শো করতে এসে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হওয়ার সঙ্গে চোটও পেয়েছেন মোনালী ঠাকুর? সেই প্রসঙ্গেও ক্ষোভ উগরে দিয়েছেন শিল্পী। A post shared by Monali Thakur (@monalithakur03) তিনি বলেছেন, 'আমি বারবার বলেছিলাম গোড়ালিতে আঘাত লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা ছিলেন তাঁরাও প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। ওঁরাও বারবার শান্ত থাকতে বলছিল। কিন্তু, সবটাই ছন্নছাড়া। তারপরও আমরা অনেক চেষ্টা করেছি। কারণ আমাকে তো জবাব দিতে হবে। আমার শো দেখতে এত মানুষ এখানে এসেছেন। আমাকে তো সকলে দোষারোপ করত, তাই না?' শত চেষ্টার পরও যখন পরিস্থিতি বেসামাল তখন সো ছাড়তে বাধ্য হন মোনালী। সেই জন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন। তাঁরা শিল্পীর পাশেই দাঁড়িয়েছেন। A post shared by Dalimss News (@dalimss_news) ক্ষমা চেয়ে মোনালি বলেছেন, 'সবরকম পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে, এই আত্মবিশ্বাস আমার ছিল। কিন্তু যা হল...। সেই জন্য আন্তরিকভাবে আমি আমার প্রতিটি ভক্তের কাছে ক্ষমাপ্রার্থী। আগামীতে যদি শোয়ের সঠিক পরিবেশ থাকে তাহলে আমি আবার আসব। আরও ভাল একটা সুরেলা সন্ধ্যা সকলকে উপহার দিতে পারব বলে আশাবাদী। এবারে অপ্রীতিকর ঘটনার জন্য আমরা আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি।' None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.