ENTERTAINMENT

Serials in OTT: আপনার পছন্দের সিরিয়ালটি বন্ধ হয়ে গিয়েছে? এই OTT প্ল্যাটফর্মে দেখতে পারেন সেগুলি...

Follow Us সিরিয়ালগুলি কোন প্ল্যাটফর্মে দেখা যাবে? জানুন... Photograph: (ফাইল চিত্র ) সিরিয়ালপ্রেমী মানুষদের অভাব নেই এই বাংলায়। সন্ধ্যে হলেই, তাঁরা টেলিভিশনের সামনে বসে পড়েন। সেই যে বিকেল ৫টা থেকে শুরু করেন, রাত দশটা অবধি টিভির সামনে থেকে উঠতে পারেন না। আর সিনেমার থেকে টেলিভিশনের জনপ্রিয়তা অনেক বেশি। বলা উচিত, করা টিভিতে কাজ করেন, তাঁদের মানুষ নিজের ঘরে আপন করে নেন। যদিও বা এইবছর বেশ কয়েকটি টিভি শো বন্ধ হয়ে গিয়েছে, যেগুলি মানুষের মনের বেশ কাছের হয়ে উঠেছিল। যারা খুব অল্প সময়েই দর্শকদের মনোরঞ্জন করেছিল। যদিও বা অনলাইন মাধ্যমে সেগুলো দেখা যেতেই পারে। একঝলকে দেখে নিন সেসব জনপ্রিয় সিরিয়ালগুলো, যেগুলো বন্ধ হয়েছে এই বছর। বধূয়া: খুব অল্প সময়ের জন্য এই সিরিয়াল অন এয়ার হয়। রেজওয়ান এবং জ্যোতির্ময়ী অভিনীত এই সিরিয়াল, খুব একটা বেশিদিন চলেনি। তবে, এই ধারাবাহিকের জুটি বেশ পছন্দ হয়েছিল সকলের। এখনও দেখা যাবে Hotstar এ। কে প্রথম কাছে এসেছি : সায়ন বোস এবং মোহনা মাইতি অভিনীত এই ধারাবাহিক বেশিদিন চলেনি। এক সিঙ্গেল মা এবং তাঁর নানা প্রতিকূলতার গল্প বলেছিল এই সিরিয়ালটি। সেখানে, সায়ন এবং মোহনা জুটি দারুণ প্রশংসা পেয়েছিল। তাঁদের রোম্যান্স বেশ নজর কারে। এটি দেখা যাবে ZEE5 অ্যাপে। তোমাদের রানী: দূর্জয় এবং রাণীর প্রেম বিচ্ছেদ এবং বিদ্বেষের গল্প টিভি পর্দা মাতিয়ে তুলেছিল। সম্পর্কের জন্য টানাপোড়েন এবং সবশেষে অবিশ্বাস! বাস্তবতা তুলে ধরেছিল এই সিরিয়াল। এক মায়ের অন্তঃসত্বা অবস্থায় ডাক্তার হওয়ার গল্প তোমাদের রানী। সেটিও এবছর শেষ হয়। দেখা যাবে Hotstar এ। লাভ বিয়ে আজ কাল: শর্ত দিয়ে সম্পর্কের শুরু। ওম শাহানি এবং তৃণা সাহা অভিনীত এই সিরিয়াল বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বেশিদিন এটি চলেনি। দেখা যাবে Hotstar এ। আলোর কোলে: কৌশিক, স্বীকৃতি এবং সোমু অভিনীত এই সিনেমা এমন এক মায়ের গল্প, যে এই দুনিয়ায় না থেকেও তাঁর সন্তানের সঙ্গে সবসময় আছে। কৌশিকের সঙ্গে দেখা গিয়েছিল সোমুর সম্পর্কের এক বন্ধন। যদিও এই সিরিজ দেখা যাবে ZEE5 এ। মন দিতে চাই: অরুণিমা এবং ঋত্বিক অভিনীত এই সিরিয়াল যেমন সাংঘাতিক জনপ্রিয়তা পায়। যদিও বা একে সিরিয়াল না বলে ক্রাইম ড্রামা বললে ভাল হতো। এই সিরিয়াল এখনো দেখা যাবে ZEE5 অ্যাপে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.