ENTERTAINMENT

Khadaan Box Office: ৩ কোটির ক্লাবে 'খাদান'! দেব ম্যাজিকে মোহিত বঙ্গবাসী...

Follow Us Khadaan Box office: ৩ দিনে কত কোটি পার করল এই ছবি? Photograph: (ফাইল চিত্র ) দেব, যেন মাইলস্টোন সৃষ্টি করছেন। ইতিহাস তৈরী করে ফেলেছেন অভিনেতা। বাংলা ছবিকে আরও সামনে দিকে এগিয়ে নিয়ে গেলেন দেব। যেন এটাই তাঁর ব্রত এবং এটাই তাঁর লক্ষ্য। অভিনেতা জানিয়েছিলেন চেয়েছিলেন, এমন একটা ছবি বানাতে কাতে পুষ্পা কিংবা সালার নিয়ে যখন কথা হবে তখন যেন এই ছবি নিয়েও কথা হয়। দেব সেই অসাধ্য সাধন করে ফেলেছেন। কারণ, খাদান এমন তোলপাড় ফেলেছে যে উৎসবের আমেজ দেব ভক্তদের মনে। এমনকি, অভিনেতা এও জানিয়েছেন সামনের দিনে আরও অনেক বড় প্রজেক্ট নিয়ে আসবেন তিনি। খাদান, যেভাবে ঝড় তুলেছে বক্স অফিসে, সেই প্রসঙ্গে বলতে হয় তিনি বলিউডের শাহরুখ খান তিনি। কারণ, দেবের পরিশ্রম কাজে দিয়েছে। যে পরিমাণে তিনি খেটেছেন, তাতে করে এই খাটনি স্বার্থক। প্রথম দিন প্রায় ৮০ লাখের কাছাকাছি ব্যবসা করে এই ছবি। এবং দেখা যাচ্ছে, দিনের পর দিন সেই ব্যবসার মাত্রা বেড়েই চলেছে। কারণ, দ্বিতীয় দিনে আরও বেশি আয় করেছে এই ছবি। দুই দিনে ২ কোটি আয় করেছিল এই ছবি। কিন্তু Sacnilk এর রিপোর্ট অনুযায়ী, তিন দিনে সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি। কেবলমাত্র রবিবার এই ছবির আয় এক কোটি ছাড়িয়ে গিয়েছে। রবিবার, ছুটির দিন মানুষ হলমুখী হয়েছিলেন, আর সেই নজর বক্স অফিসেও পড়েছিল। Sacnilk বলছে গতকাল এই ছবি প্রায় ১.১২ কোটি টাকা আয় করেছে। তাই দেবের খাদান, যে সহজেই বহুরূপী ছবিকে টেক্কা দেবে সেকথাও পরিষ্কার। এবং এই চূড়ান্ত সাফল্যের পর দেব যেন আরও প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর যেন আরও দায়িত্ব বেড়ে গেল। উল্লেখ্য, খাদানের সঙ্গে আরও চারটি বাংলা ছবি রিলিজ করছে। যদিও সেগুলি খাদানের সামনে একেবারে ফিকে পড়ে গিয়েছে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.