ENTERTAINMENT

Dev-Khadaan: Khadaan বক্স অফিসে ঝড় তুলতেই সকাল সকাল কালীঘাটে দেব, কারণ কী?

Follow Us খাদানের সাফল্যে উচ্ছ্বসিত দেব গেকেন কালীঘাটে... খাদান ঝড়ে তুলকালাম টলিপাড়ায়। অভিনেতা দেব, যেভাবে বাংলা সিনেমাকে ফুল ফর্মে আনার চেষ্টা করছেন এটা তাঁকে দিয়েই সম্ভব। অন্তত, পরিশর্মের ফল পেয়েছেন অভিনেতা। সারা বাংলা ঘুরে একটা বাংলা ছবিকে যেভাবে প্রচার করছিলেন তিনি তাতে বোঝাই যাচ্ছিল, যে দেব ধীরে ধীরে সেই চার্ম ফিরিয়ে আনছেন নিজের ছবির মধ্যে দিয়ে। যেদিন থেকে খাদান রিলিজ করেছেন দর্শকরা হলমুখী। গোটা সিনেমা পাড়া জুড়ে এখন একটাই চর্চা দেব। তাঁর সাফল্যে এখন হিংসাত্মক মন্তব্যের ছড়াছড়ি সমাজ মাধ্যমে। কিন্তু, কুছ তো লোগ কাহেঙ্গে... দেবের যে এসব এখন গায়ে লাগে না, সেকথা তিনি সাফ জানিয়েছেন। আর আজ সকাল হতে হতেই, তিনি পৌঁছে গেলেন সেখানে যেখানে মানুষ ভালবেসে যান। দেবকে দেখা গেল কালীঘাটে। সকাল সকাল কি তবে, দিদির কাছে গেলেন? খাদান এখন সাফল্যের শীর্ষে। বাংলা ছবির হাল ফিরেছে সেই সুত্রে। দেবের সঙ্গে এমনিও মাননীয়া মুখ্যমন্ত্রীর দারুণ সম্পর্ক। এমনকি ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে দাঁড়িয়ে দেবকে তারকা বলে সম্বোধন করেন দিদি। তাহলে কি নিজের জীবনের সোনালী সময় ভাগ করে নিতে দেব সেখানেই গেলেন? না, আসলে সেটা নয়। A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline) কালীঘাট মন্দিরে মায়ের দর্শনে গিয়েছেন দেব। কারণ অবশ্যই খাদানের আরও সাফল্য কামনা। অভিনেতাকে দেখা গেল গোটা টিমকে নিয়ে মন্দিরে গিয়েছেন। সঙ্গে দেখা গেল ইধিকাকে এবং পরিচালককে। কপালে তিলক, গায়ে চুরনি, অভিনেতা আরতি করলেন মায়ের। তারপর, সেখান থেকে দেখা গেল বেড়িয়ে এলেন। অভিনেতাকে দেখে এগিয়ে এলেন তাঁর ভক্তরা। কেউ জড়িয়ে ধরলেন, আবার কেউ তাঁকে একবার ছুঁয়ে দেখলেন। এদিকে, ছবি রিলিজের আগে দেবকে দেখা গিয়েছিল, তারাপীঠে যেতে। সেখানে গিয়ে তিনি মায়ের আরাধনা করেছিলেন। আর এবারও সাফল্যের শুরুতেও ব্যতিক্রম নয় দেব। ভক্তদের প্রশংসা কুড়লেন তিনি। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.