ENTERTAINMENT

Kareena Kapoor Khan: 'ওঁর ছেলের চরিত্রে অভিনয় করব', বয়স নিয়ে খোঁচা দিতেই পাক অভিনেতাকে তুলোধনা করিনার ভক্তরা

Follow Us করিনাকে বয়স নিয়ে খোঁচাপাক অভিনেতার Kareena Kapoor Fans React On Khaqan Shahnawaz Comment: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম করিনা কাপুর খান। অভিনয় থেকে স্টাইল স্টেটমেন্ট সবেতেই বাজিমাত সইফ ঘরণীর। সংসার-সন্তান সামলে পতৌদি বেগম করিনা কাপুর খান দাপটের সঙ্গে অভিনয়ও করে চলেছেন। বড় পর্দার গণ্ডি পেরিয়ে ওয়েবেও হাতেখড়ি হয়েছে বেবো। গ্ল্যামারাস করিনার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাতই কম নয়। ইন্ডাস্ট্রির বহু অভিনেতা ও নবাগত-নবাগতারা তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ করে। কিন্তু, সম্প্রতি এক পাক অভিনেতা করিনাকে বয়স নিয়ে খোঁচা দিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই রেগে কাঁই করিনার ভক্তরা। ওই পাক অভিনেতাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন বেবো অনুরাগীরা। ঘটনাটি কী ঘটেছে জেনে নেওয়া যাক। আচমকা করিনার বয়স নিয়ে কেন খোঁচা দিলেন পাক তারকা? প্রসঙ্গত পাক অভিনেতা Khaqan Shahnawaz সম্প্রতি টেলিভিশনের একটি শো-য়ের অতিথি ছিলেন। সেখানে এক ভক্ত আবদার করেন, করিনার সঙ্গে তাঁর সিনেমা করা উচিত। সঙ্গে সঙ্গে উত্তরে অভিনেতা করিনার ছেলের চরিত্রে অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেন। শোয়ের সঞ্চালক মজা করে বলেন, 'তাহলে তো সইফিনার বাড়িতে আরও এক খুদে সদস্যের আগমন ঘটবে'। A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) করিনাকে বয়স নিয়ে এভাবে অপমান মোটেই মেনে নিতে পারছেন না করিনার অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় পাক অভিনেতাকে তুলোধনা করলেন তাঁরা। ওই ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে এক ব্যক্তি লিখলেন, 'করিনা হয়ত ওকে চেনেই না। এমনকী আমিও চিনি কে এই ব্যক্তি।' A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) এছাড়াও Khaqan Shahnawaz -কে নানাভাবে কটাক্ষের বানে বিদ্ধ করেছেন করিনার ফ্যানরা। এক নেটনাগরিক চাঁছাছোলা ভাষার লিখেছেন, 'করিনা তো আপনার সঙ্গে স্টেজেও দাঁড়াতে চাইবে না। সিনেমা করা তো অনেক দূর। ওঁর বয়স মাত্র ৪৩। একজন অভিনেত্রীর জন্য এটা কোনও ব্যাপারই নয়।' A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) এক করিনা ভক্ত খোঁচা মেরে লেখেন, 'একে চরিত্র কে দেবে?' পাক অভিনেতাকে আক্রমনাত্মক মন্তব্য করেছেন করিনার আরও এক অনুরাগী। তাঁর মতে তো, 'করিনার ছেলেদের মুখটা আগে দেখুন। তারপর নিজের চেহারাটা আয়নায় দেখুন'। পাকিস্তানের টেলিভিশনে অভিনয় করেন Khaqan Shahnawaz। Hadsa, Sukoon, ও College Gate-এর মতো শোয়ে কাজ করেছেন তিনি। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.