ENTERTAINMENT

Sauraseni Maitra: আলো-আঁধারিতে কম্বলের নীচে..., ওয়াইনের গ্লাস হাতে নিখিল-সৌরসেনীর প্রেম জমে ক্ষীর!

Follow Us শহুরে শীতে উষ্ণতার পারদ চড়াচ্ছেন নিখিল-সৌরসেনী! Sauraseni-Nikhil Romantic Mood: আর মাত্র একটা দিনের অপেক্ষা। আলোর মালায় সেজে উঠেছে তিলোত্তমা। শহর জুড়ে ক্রিসমাসের মরসুম। বড়দিনের সাজে কলকাতার চেহারাটা প্রতিবারের মতো এবারেও বদলে গিয়েছে। বছর শেষে কেউ ব্যস্ত ছুটি কাটাতে কেউ আবার শীতের আমজে উৎসবের আনন্দ গায়ে মেখে প্রেমে বিভোর। ঠিক সেই রকমই একটা মুহূর্ত যেন উঠে এল টলি অভিনেত্রী সৌরসেনীর ইনস্টা পোস্টে। শহুরে শীতে যেন উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিপাড়ার চর্চিত লাভবার্ডস। আলো-আঁধারি ঘর, বিছানার উপর কম্বলের নীচে দুটি ওয়াইনের গ্লাস নিয়ে পোজ। বড় স্ক্রিনে চলছে কোনও একটি সিনেমা। মুখ না দেখালেও সৌরসেনীর পোস্টে স্পষ্ট শহর কলকাতার শীতে প্রেম একেবারে জমে ক্ষীর। নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনর সঙ্গে প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এটেছেন দুজনেই। কিন্তু, একসঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যায় চর্চিত প্রেমিকযুগলকে। A post shared by Sauraseni Maitra (@sauraseni1) বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য কখনও উড়ে যান জয়পুর তো কখনও আবার কাশ্মীর। গত নভেম্বরে ইডেনে বিশ্বকাপের ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্য়াচে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন নিখিল-সৌরসেনী। প্রেমের সম্পর্কে সিলমোহর না দিলেও তাঁদের উপস্থিতি স্পষ্ট করে দেয় 'কুছ তো হ্যায়'। A post shared by Sauraseni Maitra (@sauraseni1) নিজেদের বন্ধু বলতেই বেশি পছন্দ করেন তাঁরা। শহুরে শীতে সেই বন্ধুত্বের উষ্ণতার পারদ যে চড়চড়িয়ে বাড়ছে সে কথা আর আলাদা করে বলার অবকাশই রাখছে না। চলতি বছরে সৌরসেনীকে শেষ দেখা গিয়েছে বাবলি আর শাস্ত্রীতে। A post shared by Sauraseni Maitra (@sauraseni1) সিনেমার পাশাপাশি ওয়েবেও কাজ করেন এই টলি অভিনেত্রী। সদ্য মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই'। প্রসঙ্গত, ২০১৯-এ নুসরতের সঙ্গে বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়েন ব্যবসায়ী নিখিল। কিন্তু, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে যশের সঙ্গে সুখে সংসার করছেন নুসরত। অন্যদিকে সৌরসেনী-নিখিলের প্রেমচর্চা তুঙ্গে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.