ENTERTAINMENT

Sonakshi Sinha: 'ঘরের লক্ষ্মীকে অন্য কেউ...', ভিন ধর্মে বিয়েকেই ইঙ্গিত? রামায়ণ বিতর্ক উসকে সোনাক্ষী-শত্রুঘ্নকে খোঁচা কবির

Follow Us ইঙ্গিত? রামায়ণ বিতর্ক উসকে সোনাক্ষী-শত্রুঘ্নকে খোঁচা কুমার বিশ্বাসের Sonakshi Sinha-Kumar Vishwas: সাম্প্রতিক কালে পেজ ৩ খবরের চর্চায় রয়েছেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। ভিন ধর্মে বিয়ে থেকে হীরামাণ্ডি সিরিজ, তারপর অতি সম্প্রতি রামায়ণের জ্ঞান নিয়ে তাঁর বহু পুরনো ভুলের জন্য সোনাক্ষী ও তাঁর বাবা শত্রুঘ্ন সিনহাকে তুলোধনা করেছেন পর্দার শক্তিমান মুকেশ খান্না। চাঁছাছোলা ভাষায় বাবা-মেয়েকে আক্রমণ করেছেন। তাঁর পালটা জবাবও দিয়েছেন শত্রুঘ্ন ও সোনাক্ষী সিনহা। এবার ভরা সভায় নাম না করে ফের তাঁদের কটাক্ষ করলেন বিশিষ্ট কবি কুমার বিশ্বাস। অভিনেতার পর কবির কটাক্ষের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি তাঁরা। মঞ্চ থেকে ঠিক কী বলেছেন তিনি? A post shared by Sonakshi Sinha (@aslisona) উত্তরপ্রদেশের মীরাটে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিশিষ্ট কবি কুমার বিশ্বাস। সেখানে তিনি বক্তৃতা রাখতে গিয়ে বলেন, 'সন্তানদের রামায়ণের পাঠ পড়ান। না হলে বাড়ির নাম রামায়ণ আর ঘরের লক্ষ্মী অন্য কেউ নিয়ে চলে যাবে।' A post shared by Sonakshi Sinha (@aslisona) প্রসঙ্গত, ভিন ধর্মে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা। জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর সুখের সংসার। অন্যদিকে মুম্বইয়ে শত্রুঘ্ন সিনহার বাড়ির নাম রামায়ণ। অতি সহজেই দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন সাধারণ মানুষ। নেটনাগরিকদের একটা বড় অংশ কবির এই মন্তব্যকে অসংবেদনশীল বলেও মন্তব্য করেছেন। আরও পড়ুন: 'হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে...', সোনাক্ষীর ধর্মীয় জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতেই মুকেশকে খোঁচা শত্রুঘ্নর উল্লেখ্য, সোনাক্ষীর সঙ্গে নতুন সম্পর্ক শুরুর সময়ও অনেক কটাক্ষ ধেয়ে এসেছে জাহিরের দিকে। সেই সময়ও একেবারে স্পিকটি নট ছিলেন ডবল এক্সেল খ্যাত অভিনেতা। বর্তমানেও সেই একই চিত্র। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ছুটির মুডে তারকা দম্পতি। আরও পড়ুন: ছুটি কাটাতে গিয়েই মাঝ সমুদ্রে স্ত্রীকে ধাক্কা জাহিরের! ঢেউয়ের মাঝে নাজেহাল সোনাক্ষী, এরপর... সেখান থেকে বেশ কিছু ছবি-ভিডিও শেয়ার করছেন তাঁরা। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে সাগরমুখী হয়ে দাঁড়িয়ে রয়েছেন সোনাক্ষী আর পিছন থেকে এসে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন জাহির (Zaheer Iqbal)। A post shared by Sonakshi Sinha (@aslisona) তারপর ঢেউয়ের মাঝে চিল চিৎকার! ঢেউয়ের মাঝে সোনাক্ষীকে হাবুডুবু খেতে দেখে হেসে কুটোপুটি জাহির। এরপর কোনওক্রমে উঠে জাহিরের পিছনে ছুটছেন শত্রুঘ্ন কন্যা। ইনস্টা অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করে জাহির ঘরণী ক্যাপশনে লিখেছেন, 'এই ছেলেটা শান্তি করে একটা ভিডিও করতে দেবে না।' ঘুরতে গিয়ে স্বামী-স্ত্রীর দুষ্টুমির মুহূর্তগুলোও শেয়ার করেছেন জাহির। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.