ENTERTAINMENT

Rubel-Sweta Aiburo Bhaat: মাছের মাথা দিয়ে শ্বেতাকে বরণ রুবেলের! কেক কেটে আইবুড়ো ভাত খেলেন হবু দম্পতি

Follow Us কেট কেটে আইবুড়ো ভাত খেলেন রুবেল-শ্বেতা Rubel-Sweta Aiburo Bhaat Video: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কাউন্টডাউন শুরু। তারপরই বাজবে বিয়ের সানাই। ছাদনাতলায় অগ্নিসাক্ষী করে সাত পাকের বন্ধনে বাঁধা পরবেন টেলিভিশনের 'পাওয়ার কাপল' রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। একদিকে শ্যুটিংয়ের ব্যস্ততা তো অন্যদিকে বিয়ের যাবতীয় কাজকম্ম। তার মধ্যেই আশীর্বাদ ও প্রিওয়েডিং শ্যুট সেরে ফেলেছেন রুবেল-শ্বেতা। এবার শুরু আইবুড়ো ভাত পর্ব। কোন গোপনে মন ভেসেছের সেটেই শ্বেতাকে আইবুড়ো ভাত খাইয়েছেন সহকর্মীরা। এবার বন্ধু ও বিশিষ্ট স্টাইলিস্ট রুদ্র সাহার বাড়িতে আইবুড়ো ভাত খেলেন হবু দম্পতি। টেলি অভিনেতা রুবেলের ইনস্টাগ্রামে রয়েছে সেই ভিডিও। কেক কেটে আইবুড়ো ভাত খেলেন প্রেমিকযুগল। সে তো এক মজার ঘটনা। রুবেলের মাথায় টোপর আর শ্বেতার মাথায় মুকুট পরিয়ে সাজিয়েছেন তাঁদের কাছের বন্ধু। শুধু কী তাই! থালায় সাজানো মাছের মাথা দিয়ে শ্বেতাকে বরণ করছেন রুবেল। এই কাণ্ড দেখে হেসে কুটোপুটি পর্দার শ্যামলী। ব্যাকগ্রাউন্ডে বাজছে বিয়ের সানাই। দোসর বিয়ের গানও। A post shared by Rudra Saha (@rudra_saha_official) সামনে সাজানো হরেক পদ। পোলাও থেকে গলদা চিংড়ি সবই ছিল রুবেল-শ্বেতার আইবুড়ো ভাতের আয়োজনে। একসঙ্গে কেক কেটে একে অপরকে খাইয়ে দিলেন শ্বেতা-রুবেল। সকলের সঙ্গে হইহই করে জমে গেল লাভবার্ডসের আইবুড়ো ভাত পর্ব। সমাজমাধ্যমের পাতায় ভিডিওর কমেন্ট বক্সে দুজনেই রুদ্রকে ধন্যবাদ জানিয়েছেন। রুবেল তো আবার মাছের মাথার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন রুদ্রকে। অনুরাগীরাও তাঁদের সুখী বৈবাহিক জীবন কামনা করেছেন। যমুনা ঢাকির সময় থেকেই টিভির পর্দায় রুবেল-শ্বেতার যুগলবন্দি পছন্দ হয়েছিল মেগার দর্শকের। A post shared by Sweta Mou Bhattacharya (@bhattacharya.sweta21) এই ধারাবাহিকের সেটেই কাছাকাছি আসেন দুজনে। ধীরে ধীরে সম্পর্কের বাঁধন মজবুত হয়েছে। ছাদনাতলায় যাওয়ার দিন ক্রমশ এগিয়ে আসছে। তার আগে প্রি-ওয়েডিং শ্যুট সেরেছেন রুবেল-শ্বেতা। কখনও টুইনিং তো কখনও আবার ভিন্ন পোশাকে প্রিওয়েডিং ফটোশ্যুটে নজর কেড়েছেন রুবেল-শ্বেতা। আদরে -সোহাগে একে অপরের ভালবাসায় যেন রূপকথার গল্প সাজাচ্ছেন তাঁরা। A post shared by Sweta Mou Bhattacharya (@bhattacharya.sweta21) শাড়ি থেকে ওয়েস্টার্ন সবতেই মাত দিয়েছেন শ্বেতা। অন্যদিকে পঞ্জাবিতে পারফেক্ট দেশি লুক রুবেলের। ফটোশ্যুটের সেই সুন্দর মুহূর্ত পোস্ট করে শ্বেতা ক্যাপশনে লিখেছেন, 'সেই দিনটার অপেক্ষায় রয়েছি যতক্ষণ পর্যন্ত একসঙ্গে পথ চলা শুরু করছি। দুটি হৃদয়ের একটাই জার্নি।' একই ক্যাপশনে এই পোস্ট শেয়ার করেছেন রুবেলও। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.