Follow Us কী ভাবে শাশুড়ি মা-কে সন্তান দেখতে রাজি করান শুভশ্রী? Subhashree Shontaan Premiere: ২০ ডিসেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ফ্যামিলি ড্রামা 'সন্তান'। মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ববোধ জাগাতে উদ্যোগী রাজ। তাঁদেরকে দূরে ঠেলে দিয়ে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকা ছেলেমেয়েদের চোখ খুলে দিতেই ছবিটি তৈরি করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। মুক্তির পরই দারুণ সাড়া ফেলেছে বক্স অফিসে। দর্শকও বাস্তব চিত্রটাকে নিজেদের জীবনের সঙ্গে খুব সহজে কানেক্ট করতে পারছে। ছবি দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। মাকে হুইল চেয়ারে করে 'সন্তান'-র প্রিমিয়ারে নিয়ে এসেছিলেন রাজ-শুভশ্রী। বউমার কোন কথায় বাধ্য হয়ে প্রিমিয়ারে এসেছিলেন রাজের মা? নিজেই খোলসা করলেন রাজ ঘরণী শুভশ্রী। A post shared by S U B H A S H R E E ❤️ (@subhashree_ganguly_fan_club) সন্তানের প্রিমিয়ারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভশ্রী বলেন, 'বাবা(শ্বশুর) চলে যাওয়ার পর মা একদমই বেরতে চান না। কিন্তু, এই ছবিটা দেখার জন্য আমি মা-কে জোর করি। আমি বলি যে, যদি তুমি না যাও আমিও কিন্তু আর বাড়ির বাইরে বেরব না। তাই মা আসতে বাধ্য হয়েছে। খুব আনন্দ হচ্ছে।' A post shared by SVF (@svfsocial) প্রিমিয়ারে শাশুড়ি মায়ের চিবুক ধরেও আদর করতে দেখা গিয়েছে শুভশ্রীকে। মায়ের সঙ্গে শুভশ্রী অনেক সুন্দর মুহূর্ত সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন। কখনও একসঙ্গে শাশুড়ি-বউমা বসে চা খান তো কখনও আবার শাশুড়ি মায়ের কোলে শুয়ে মাতৃস্নেহের সুখ পান শুভশ্রী। A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco) ছেলে-বউমার 'সন্তান' তাঁর ভাল লেগেছে বলে জানান সাংবাদিকদের। ছবির প্রিমিয়ারে এসে রাজের মা জানিয়েছেন তাঁর সঙ্গে 'সন্তান' রাজ-এর বন্ডিংয়ের কথা। রাজের মা বলেন, ছবিটি তাঁর খুব ভাল লেগেছে। তখনই মাকে জড়িয়ে আদর করে চুমু খান রাজ। আরও পড়ুন: শাশুড়ি মায়ের চিবুক ধরে হালকা আদর শুভশ্রীর, হুইল চেয়ারে মাকে নিয়ে সন্তানের প্রিমিয়ারে রাজ সঙ্গে সঙ্গে মিষ্টি হেসে তাঁর মা বলে ওঠেন, 'বাড়িতে থাকলে সারাদিন এইরকম করে।' সন্তানের প্রিমিয়ারের নানা মুহূর্ত ধরা পড়েছে ছবি শিকারিদের ক্যামেরায়। কখনও ক্যান্ডিড মোমেন্টে ক্যামেরাবন্দি হয়েছেন রাজশ্রী তো ইউভানকে নিয়ে সপরিবারে ছবিও তুলেছেন চক্রবর্তী ফ্যামিলি। বড়দিনে সপরিবারে দেখার মতো ছবি 'সন্তান'। একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। প্রতিটি ছবি যাতে দর্শক দেখতে যান সেই কথাই বারবার বলেছেন রাজ চক্রবর্তী। নিজের ছবির প্রচারের সঙ্গে বাকি বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথাও বলেছেন। বড়দিনের ছুটির মরসুমকে টার্গেট করেই চার পরিচালক ছবি তৈরি করেছেন। ২৫ ডিসেম্বর ক্রিসমাসে বাংলা ছবির হাড্ডাহাড্ডি লড়াই যে আরও জমে যাবে সে কথা বলাইবাহুল্য। ইতিমধ্যেই তিনটি ছবিকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে দেবের খাদান। ক্রিসমাসে 'সন্তান'-কতটা সাফল্য পায় সেটাই দেখার। None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 23, 2024
-
- December 23, 2024
-
- December 23, 2024
Shyam Benegal Passes Away: নব্বইয়ে আলবিদা! প্রয়াত শ্যাম বেনেগাল...
- By Sarkai Info
- December 23, 2024
Featured News
Latest From This Week
Monali Thakur: কনসার্টে গিয়ে চরম সমস্যায়! মাঝপথে শো ছেড়ে রেগে কাঁই মোনালি, দেখুন ভিডিও
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 23, 2024
Dev-Khadaan: Khadaan বক্স অফিসে ঝড় তুলতেই সকাল সকাল কালীঘাটে দেব, কারণ কী?
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 23, 2024
Kareena Kapoor Khan: 'ওঁর ছেলের চরিত্রে অভিনয় করব', বয়স নিয়ে খোঁচা দিতেই পাক অভিনেতাকে তুলোধনা করিনার ভক্তরা
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 23, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.