ENTERTAINMENT

Manasi Sinha: অপমান করছেন হলমালিকরা, অফ করে দিয়েছেন শো! 'ভাঙতে হবে..', চ্যালেঞ্জ নিলেন মানসী সিনহা

Follow Us মানসী সিনহার ছবির শো সংখ্যা বাড়ছে, যা বললেন পরিচালক... Photograph: (ফাইল চিত্র ) বড়দিন উপলক্ষে যে ৪টে ছবি রিলিজ করেছে তাঁর মধ্যে সবথেকে বেশি আলোচনায় খাদান। কিন্তু, যে ছবিটি আস্তে ধীরে লাইমলাইটে পৌঁছে যাচ্ছে সেটি মানসী সিনহার ৫ নং স্বপ্নময় লেন। ধীরে ধীরে হল ভরছে, মানুষ শো দেখছেন তাঁর সঙ্গে সঙ্গে দিচ্ছেন অফুরন্ত ভালবাসা। গতকাল পরিচালক জানিয়েছিলেন, নানা হলে প্রাইম টাইমে শো সংখ্যা বাড়ছে। আর তাতেই পরিচালক আপ্লুত। এত ভালবাসা পেয়ে, ধীরে ধীরে নিজের ইচ্ছেমত শো পাওয়ার পর অনুভূতি কেমন তাঁর, জানতেই ফোন করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি হাসতে হাসতেই বলেন... টেনশনে ছিলাম। কারণ, যে শো গুলো দেওয়া হয়েছিল, সেটা তো মন মত ছিল না। কিন্তু, এখন সেটা আছে। দর্শক হল ভরিয়ে দেখছেন। আমি এতেই খুশি। পরিচালকের কথায়, হল ভিজিট করার চেষ্টা করছেন প্রতিনিয়ত। যাতে মানুষের থেকে ছবি প্রসঙ্গে জানতে পারেন। কিন্তু দর্শক যে ভালবাসা দিয়েছেন, ভরসা করছেন তাতে ভীষণ খুশি তিনি। বলছেন, "এক ভদ্রমহিলা বললেন, আজ মেয়ের বাড়ি চলে যাব তো। তাই ভাবলাম যে কী ছবি দেখা যেতে পারে, তো এটাই দেখব ভাবলাম। এই যে ভরসার দিকটা সেটা কিন্তু দারুণ। কিন্তু হল মালিকদের নিয়ে ব্যবহারে কিংবা আচরণে বেশ ক্ষুণ্ন। তিনি সাফ জানিয়েছেন, জবাব দেওয়ার একটা সুযোগ হল।" আরও পড়ুন - Manasi Sinha-Khadaan: 'নিশ্চই নাচবেন, পছন্দের হিরোর ছবি..', দেব ভক্তদের চরম উল্লাসের জেরে কোণঠাসা মানসীর স্বপ্নময় লেন? মানসীর কথায়, "যে হলমালিকরা আমাদের ভরসা করতে পারছেন না। শো অফ করে দিচ্ছেন না বলে। বলে হোক না বলে হোক, অপমান করছেন শো অফ করে দিয়ে। তাঁদের যে মুখের ওপর একটা জবাব দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। যদিও জবাবটা আমার নয়। আমার প্রোডিউসারের হয়ে। সেই দায়িত্ব আজ থেকে কাঁধে তুলে নিলাম। আসলে কী বলতো, যে ছবিটা শুক্রবার রিলিজ করেছে, সেটাকে তো দাঁড়াতে জায়গা দিতে হবে। সেটা না দেখেই রবিবার তুমি বন্ধ করে দিচ্ছ শো! তাও আবার না বলে। মানুষ হলে যাচ্ছেন শো টাইম দেখে, কিন্তু গিয়ে দেখছেন যে এই শো চলছে না। এই যে কনফিডেন্সের সঙ্গে অপমান করছে এটা তো হয় না। তাই, আমার চ্যালেঞ্জ এটাই যে এই কনফিডেন্সের জায়গাটা ভেঙে দিতে হবে।" উল্লেখ্য, পরিচালক হিসেবে এটি মানসী সিনহার দ্বিতীয় কাজ। আর আগে সাফল্য পেয়েছে এটা আমাদের গল্প। তাঁর সঙ্গে সঙ্গেই এই ছবিতে আবারও অপাকে নিয়ে ফিরেছেন তিনি। সবমিলিয়ে বলা যায় যে এই ছবি দারুণ উপভোগ্য। সমাজের ট্যাবু ভাঙার সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েদের জেদ এবং ইচ্ছে যে কত কী করতে পারে সেটাই প্রমাণ দেবে এই ছবি। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.