Follow Us Rohit-Ashwin: রোহিত ও অশ্বিন। (ছবি- বিসিসিআই) Ex-CSK star reveals shocking details about R Ashwin's retirement: ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে 'ন্যায্য আচরণ হয়নি।' অশ্বিনের অবসর ঘোষণার পর এমনটাই ধারণা প্রাক্তন সিএসকে তারকার। তিনি অভিযোগ করেছেন, স্পিনার অশ্বিন এই কারণে বেশ কিছু দিন ধরেই 'কষ্টে' ছিলেন। অশ্বিন ভারতের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর আচমকা তিনি অবসরের কথা ঘোষণা করেছেন। যাতে ক্রীড়াজগৎ চমকে গিয়েছে। অশ্বিন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। কিন্তু, তারপরও বিদায়ী ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। অভিযোগ উঠছে, সেই কারণে তিনি সিদ্ধান্ত নেন যে আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানানোর সময় এসেছে। যদিও অশ্বিনের অবসরের পিছনে অনেক তত্ত্ব উঠে এসেছে। প্রাক্তন চেন্নাই সুপার কিংস (CSK) ব্যাটার সুব্রমনিয়াম বদ্রীনাথের দাবি, স্পিনার অশ্বিন বেশ কিছুদিন ধরেই কষ্টে ছিলেন। বদ্রীনাথ অশ্বিনের অবসরে বিস্ময় প্রকাশ করে এইভাবে অবসরের সময় এবং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন যে অশ্বিন তাঁর টিম ম্যানেজমেন্টের থেকে উপযুক্ত মর্যাদা পাননি। এই ব্যাপারে বদ্রীনাথ বলেন, 'আমি অবাক। আমি মনে করি, ওঁর সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হয়নি। রোহিত শর্মা জানিয়েছেন যে অশ্বিন নাকি পার্থ টেস্ট ম্যাচের পরে চলে যেতে চেয়েছিলেন। ওয়াশিংটন সুন্দরকে তাঁর জায়গায় খেলানো হওয়ায় তিনি ফিরে যেতে চেয়েছিলেন। এটাই প্রমাণ যে তিনি মোটেও আনন্দে ছিলেন না।' বদ্রীনাথ বলেছেন, 'সত্যি বলতে কী, এটা তামিলনাড়ুর একজন ক্রিকেটারের কাছে একটা বড় ব্যাপার। এর অনেক কারণ আছে। কয়েকটি রাজ্যের খেলোয়াড়রা ভালো সুযোগ পায়। তারমধ্যেও দেখতে হবে যে অশ্বিন ৫০০টিরও বেশি উইকেট পেয়েছে। একজন কিংবদন্তি হয়ে উঠেছে।' বদ্রীনাথ আরও অভিযোগ করেছেন, অশ্বিনকে 'সাইডলাইন' করারও চেষ্টা হয়েছিল কিন্তু তিনি ফিরে আসেন। কিন্তু, দলে তাঁর চেয়ে ওয়াশিংটন সুন্দরকে প্রাধান্য দেওয়ায়, অশ্বিন সিদ্ধান্ত নেন যে দলের সঙ্গে তাঁর থাকার সময় শেষ হয়ে গেছে। আরও পড়ুন- MCG-তে তোমার সঙ্গে ব্যাট করতে নামব! অবসর নিয়েই কোহলির কাছে বিরাট প্রতিশ্রুতি অশ্বিনের এই ব্যাপারে বদ্রীনাথ বলেন, 'ভাবুন ও কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। আমি জানি ও বেশ কিছু দিন ধরেই কষ্টে ছিল। অনেকবার ওঁকে দল থেকে তাড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই ও ফিনিক্স পাখির মত ফিরে এসেছে।' ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পরে অশ্বিন দলের সঙ্গে মেলবোর্নে যাননি। দেশে ফেরার সিদ্ধান্ত নেন। চেন্নাইয়ে আসার পর কিংবদন্তি স্পিনার জানিয়েছেন যে অবসরের সিদ্ধান্তের জন্য তাঁর 'কোনও অনুশোচনা নেই'। None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.