SPORTS

Virat Kohli Confronts Fan Filming Him at Melbourne Airport: অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে ভয়ঙ্কর ঝামেলা! মেলবোর্ন বিমানবন্দরে কোহলির তাণ্ডব, বিতর্কে ছিন্নভিন্ন

Follow Us Virat Kohli confronts fan at Melbourne Airport: মেলবোর্ন বিমানবন্দরে বিতর্কে কোহলি (টুইটার) Virat Kohli confronted a fan for filming him without permission at Melbourne Airport: ব্যাট হাতে মোটেও ফর্মে নেই কিং কোহলি। সম্ভবত কেরিয়ারে শেষবারের মত অস্ট্রেলিয়া সফরে এসেছেন। সেখানে দলের দুঃসময়ে বারবার ব্যর্থ হয়েই চলেছেন তিনি। তাঁকে বাদ দেওয়ার দাবিও উঠে গিয়েছে। এমন অবস্থায় মাঠের বাইরেও বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সেই টেস্ট খেলতে বৃহস্পতিবারই মেলবোর্নে পৌঁছে গেলেন কোহলিরা। আর বিমানবন্দরে পা রেখেই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। অস্ট্রেলীয় টিভি সংস্থা চ্যানেল-এর সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। কী হয়েছিল? জানা যাচ্ছে, মেলবোর্ন বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিচ্ছিলেন স্কট বোল্যান্ড। জস হ্যাজেলউডের জায়গায় সিরিজের বাকি দুই টেস্টে যিনি খেলবেন। তবে কোহলি বিমানবন্দরে প্রবেশ করতেই সমস্ত চ্যানেল এবং মিডিয়া কর্মীরা কোহলির দিকে ক্যামেরা তাক করেন। এতেই ক্ষেপে যান মহাতারকা। Indian cricket superstar Virat Kohli has been involved in a fiery confrontation at Melbourne Airport. @theodrop has the details. #AUSvIND #7NEWS pic.twitter.com/uXqGzmMAJi সেই সময় তাঁর সঙ্গে ছিলেন পুরো পরিবার। তাঁর পরিবারের ছবি ক্যামেরাবন্দি করা হতেই আপত্তি জানাতে থাকেন কোহলি। চ্যানেল-৭'এর তরফে ভাইরাল হওয়া এক ভিডিওয় কোহলিকে বলতে শোনা যায়, "আমার সন্তানদের সঙ্গে আমার কিছুটা গোপনীয়তা প্রাপ্য। আমার অনুমতি ছাড়া কেউ ক্যামেরা বন্দি করতে পারেন না আপনারা।" তবে শীঘ্রই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলা হয়। আরও পড়ুন: টানটান ম্যাচে সেদিন আউট করেননি অস্ট্রেলিয়ার ব্যাটারকে! অবসরের পরেই 'ধন্যবাদ' পেলেন অশ্বিন এক সংবাদিক জানান, "অপেক্ষমাণ ক্যামেরা তাঁর পরিবারের ছবি তুলছে এটা ভাবার পরেই কোহলি কিছুটা ক্রুদ্ধ হন। তবে শীঘ্রই তাঁর এই ভুল ভাবনার অবসান ঘটে।" সাংবাদিকদের তরফে জানিয়ে দেওয়া হয়, কোহলির পরিবারের ছবি মোটেও ক্যামেরাবন্দি করা হয়নি। সিরিজ বর্তমানে ১-১ অবস্থায় রয়েছে। প্ৰথম টেস্টে পারথে ভারত বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর এডিলেডে শোচনীয় হার হজম করে। ব্রিসবেনে আবার খারাপ আবহাওয়ায় ম্যাচ ড্র হয়ে গিয়েছে। মেলবোর্নে ভারত সিরিজে এগিয়ে যেতে পারে কিনা, সেদিকেই আপাতত নজর। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.