Follow Us Rizwan and Klaasen on-field fight during cricket match: এই সেই দৃশ্য। (স্ক্রিনগ্যাব) Tension on the Field: Rizwan Clashes with Klaasen, Babar Azam Stops Haris Rauf from Escalating Feud: দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচে উত্তপ্ত লড়াইয়ে জড়িয়ে পড়লেন দুই দলের দুই ক্রিকেটার। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন ও পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। এই লড়াইয়ে যাতে হারিস রউফও জড়িয়ে না পড়েন, সেজন্য রউফকে ঠেলে দূরে সরিয়ে দেন বাবর আজম। ঘটনাটি ঘটেছে, কেপটাউনে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন। বৃহস্পতিবার কেপটাউনে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান ৮১ রানে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান জেতায় সিরিজ কার্যত জিতেই নিল। দ্বিতীয় ম্যাচে বাবর আজম তুলেছেন ৭৩ রান। মহম্মজ রিজওয়ান করেছেন ৮০ রান। যার দৌলতে পাকিস্তান মোট ৩২৯ রান তোলে। কামরান গুলাম মাত্র ৩২ বলে ৪টি চার এবং ৫টি ছক্কা-সহ তোলেন ৬৩ রান। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪ উইকেট নিয়েছেন। তবে, তার মধ্যেই দু'দলের ক্রিকেটাররা উত্তপ্ত , লড়াইয়ে জড়িয়ে পড়েন ম্যাচের ২৬তম ওভারের শেষের দিকে। সেই সময় মহম্মদ রিজওয়ান ও হেনরিখ ক্লাসেনকে পরস্পরের দিকে এগিয়ে যেতে দেখা যায়। হারিস রউফের ২৬তম ওভারের শেষ বলে এই ঝামেলা শুরু হয়। তিনি ক্লাসেনকে কিছু বলেছিলেন। যাতে ক্লাসেন রীতিমতো খেপে যান। বিষয়টা আম্পায়ারদের কাছে পর্যন্ত গড়ায়। তাঁরা খেলোয়াড়দের খেলা চালিয়ে যেতে বলেন। CONTROVERSY IN CAPE TOWN 🤯🤯🤯 KLAASEN NOT HAPPY WITH THE BALL CONDITION AND RIZWAN SAID SOMETHING TO HIM IN ENGLISH 🇿🇦🇵🇰🔥 #SAvPAK #tapmad #DontStopStreaming #CatchEveryMatch মহম্মদ রিজওয়ান যখন ঘটনাটায় জড়িয়ে পড়েন, সেই সময় তাঁকে ক্লাসেনের সঙ্গে বেশ কিছু কথা বলতে দেখা গিয়েছে। রিজওয়ান দক্ষিণ আফ্রিকান ব্যাটারের দিকে আঙুল দেখাচ্ছিলেন। পালটা ক্লাসেনও জবাব দিচ্ছিলেন। সেটা গ্যালারি থেকেও স্পষ্ট বোঝা গিয়েছে। বাবর আজম সেই সময় রিজওয়ান ও ক্লাসেনের দিকে ছুটে যান। তিনি বিষয়টা মীমাংসার চেষ্টা চালান। হারিস রউফকে দেখা যায় রিজওয়ান ও ক্লাসেনের দিতে যেতে। সেই সময় বাবর তাঁকে সরিয়ে যান। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। ফের ম্যাচ শুরু হয়। আরও পড়ুন- অবসর নেওয়ার পর কারা কারা ফোন করেছেন অশ্বিনকে, ফোনের স্ক্রিনশট শেয়ার করে ঝড় তুললেন কিংবদন্তি স্পিনার জয়ের জন্য ৩৩০ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও আপ্রাণ চেষ্টা চালান। হেনরিখ ক্লাসেন ৯৭ রান করেন। ডান-হাতি ব্যাটার ৭৪ বলের ইনিংসে ৪টি চার এবং ৪টি ছয় মারেন। কিন্তু, সেটা কোনও কাজে লাগেনি। তিনি অন্য কোনও ব্যাটারের সেভাবে সাহায্য পাননি। তারফলেই পাকিস্তানের ৮১ রানের জয় নিশ্চিত হয়। এই জয়ের অন্যতম কারিগর শাহিন শাহ আফ্রিদি। তিনি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, মার্কো জানসেন, আন্দিলে ফেহলুকওয়ায়ো ও কুয়েনা মাফাকার উইকেট নেন। হারিস রউফ কোনও উইকেট না পেলেও নাসিম শাহ ৩টি ও আবরার আহমেদ ২টি উইকেট নেন। বৃহস্পতিবার এই জয়ের ফলে পাকিস্তান টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতল। এর আগে, রিজওয়ান অ্যান্ড কোং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে। None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.