Follow Us R. Ashwin's father comments on his son's retirement decision and humiliation: রবিচন্দ্রন অশ্বিন (স্ক্রিনগ্যাব) R Ashwin's father on his retirement decision: ‘Humiliation that you had to go through: তাঁর বাবার মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। তার প্রেক্ষিতে এবার মুখ খুললেন ভারতীয় দলের সদ্য অবসরপ্রাপ্ত স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, 'আমার বাবা কীভাবে মিডিয়ার সঙ্গে চলতে হয়, জানেন না। আমার বাবার সমালোচনা না করার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব।' ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার পরই অশ্বিন সাংবাদিক বৈঠকে তাঁর অবসরের কথা ঘোষণা করেন। বুধবার অশ্বিন এই ঘোষণার পরই বৃহস্পতিবার তাঁর বাবা মুখ খুলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে, তাঁর ছেলে অপমানিত হয়ে অবসর নিয়েছেন। এরপরই অশ্বিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, 'আমার বাবা মিডিয়ার সঙ্গে কীভাবে চলতে হয়, জানেন না। আমি কখনও ভাবিনি যে আমার বাবার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। আপনারা সকলে ওঁকে ক্ষমা করুন। ওঁকে শান্তিতে থাকতে দিন।' এর আগে বৃহস্পতিবার অশ্বিনের বাবা সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'হঠাৎ পরিবর্তন! অবসরের সিদ্ধান্ত আমাদের সত্যিই ধাক্কা দিয়েছে। অবশ্য আমরা এমনটাই ধারণা করছিলাম। কারণ, ও দিনের পর দিন অপমানিত হচ্ছিল। কতদিন আর এসব সহ্য করবে? সম্ভবত, সেই কারণেই ও অবসর নিতে বাধ্য হয়েছে।' এর পাশাপাশি অশ্বিনের বাবা বলেন, 'আমিও এটা শেষ মুহূর্তেই জানতে পেরেছি। ওঁর মনে কী চলছিল, আমি জানি না। ও শুধু অবসরের ঘোষণা করেছেন মাত্র। আমি আনন্দের সঙ্গেই মেনে নিয়েছি। আমার মনে আলাদা কোনও অনুভূতিই হয়নি। ও যেভাবে অবসর নিয়েছে, আমি তাতে খুশি। তবে, একদিক থেকে খুশি না। কারণ, আমার মনে হয় যে ওঁর খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল।' My dad isn’t media trained, dey father enna da ithelaam 😂😂. I never thought you would follow this rich tradition of “dad statements” .🤣 Request you all to forgive him and leave him alone 🙏 তৃতীয় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে ড্র হওয়ার ঠিক পরেই বুধবার অশ্বিন অবসরের ঘোষণা করেছেন। তিনি সিরিজের মাঝপথে অবসর নেওয়ায় বাকি দুটি টেস্টে খেলতে পারবেন না। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কারণ, পঞ্চম টেস্টে পিচের জন্য স্পিনাররা বিশেষ সুবিধা পাবেন বলেই বিশেষজ্ঞদের মত। অস্ট্রেলিয়ায় তিন টেস্টের মধ্যে মাত্র একটি টেস্ট খেলেছেন অশ্বিন। তিনি ভারতীয় দলের হয়ে টেস্টে মোট ৫৩৭টি উইকেট নিয়েছেন। তিনি ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রহকারী। তাঁর আগে রয়েছেন শুধুমাত্র অনিল কুম্বলে। কুম্বলে নিয়েছেন ৬১৯টি টেস্ট উইকেট। আরও পড়ুন- ক্ল্যাসেনের সঙ্গে মাঠে কুৎসিত 'ফাটাফাটি' রিজওয়ানের! রউফকে সপাটে ধাক্কা বাবরেরও! বেনজির বিতর্ক ২২ গজে অশ্বিন বৃহস্পতিবার চেন্নাইয়ে ফিরে অনুরাগীদের জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট খেলা ছাড়ছেন না। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। এই ব্যাপারে অশ্বিন বলেন, 'আইপিএলে আমি চেন্নাইয়ের হয়ে খেলব। যতদিন পারি ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আশাকরি, এতে কেউ অবাক হবে না। আমি মনে করি না যে ক্রিকেটার অশ্বিন ফুরিয়ে গিয়েছেন। তবে, ভারতীয় দলের সদস্য অশ্বিনের আর কিছু দেওয়ার নেই বলেই আমার ধারণা।' None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.