Follow Us India vs Australia Border-Gavaskar Trophy - MCG and SCG Venue Updates: অস্ট্রেলিয়া দলে পরিবর্তন। (ফাইল ছবি) India vs Australia: Key Updates on Border-Gavaskar Trophy – MCG, SCG, Sam Konstas & Jhye Richardson: বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন হতে চলেছে। বাদ পড়তে চলেছেন নাথান ম্যাকসুইনি। পাশাপাশি, দলে স্থান পেতে চলেছেন স্যাম কনস্টাস ও ঝিয়ে রিচার্ডসন। এর মধ্যে ঝিয়ে রিচার্ডসন দলে ঢুকেছেন জশ হ্যাজলউডের জায়গায়। আর স্যাম কনস্টাস ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলেছেন। ১৯ বছর বয়সি এই ব্যাটার ভারতের বিরুদ্ধে ওই ম্যাচে ভালো রান করেছিলেন। নাথান ম্যাকসুইনির অভিষেক হয়েছিল পার্থ টেস্টে। বারবার দেখা যাচ্ছে যে তিনি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাকে খেলতে পারছেন না। বারবার বুমরার বলে আউট হচ্ছেন। তার জেরেই তিনটে টেস্ট খেলানোর পর বাদ দেওয়া হল ম্যাকসুইনিকে। নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি এই প্রসঙ্গে বলেছেন, 'সিরিজের শেষ দুই টেস্টের জন্য আমরা একটু অন্যভাবে প্রথম একাদশ তৈরি করতে চাই। সেই কথা মাথায় রেখেই স্কোয়াড বাছাই করা হয়েছে।' বেইলি আরও বলেছেন, 'যাঁদের নতুন ডাকা হয়েছে, সেই স্যাম প্রথমবার টেস্ট খেলবে। আমরা চাই, ও আরও ভালো করে খেলুক। আর, সেই জন্য সুযোগ পাক। আমরা আশাবাদী যে, ম্যাকসুইনি ভবিষ্যতে নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে প্রমাণ করবে। ওঁর মধ্যে সেই ক্ষমতা আছে। তাই ওঁকে বাদ দেওয়াটা সত্যিই একটা কঠিন সিদ্ধান্ত। এমনিতে শুধু ম্যাকসুইনিই না। টপ অর্ডারের ব্যাটারদের কাছে গোটা সিরিজটাই একটা চ্যালেঞ্জ ছিল। সেই সব কারণেই টপ অর্ডার বদলানো হল।' ব্যাটিং বিভাগের পাশাপাশি, পরিবর্তন হয়েছে বোলিংয়েও। জশ হ্যাজলউড চোট পেয়েছেন। সেই কারণে তাঁকে বদলানো হয়েছে। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন। ব্রিসবেন টেস্টে হ্যাজলউড শেষের দিকে বোলিং করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ১ ওভার বল করার পরই তিনি চোটের জন্য বাইরে চলে যান। অস্ট্রেলিয়াকে ১০ জনে খেলতে হয়। তঁর জায়গাতেই দলে স্থান পেলেন ঝিয়ে রিচার্ডসন। তবে, হ্যাজলউডের বদলি পাওয়া সত্যিই কঠিন। ২৮ বছর বয়সি বোলার গত তিনটি টেস্ট ম্যাচে ২২.০৯ গড়ে ১১টি উইকেট নিয়েছেন। তাঁর বদলে যিনি অস্ট্রেলিয়ার স্কোয়াডে ঢুকলেন, সেই রিচার্ডসনও অবশ্য কিছু কমতি যান না। একটা সময় তাঁকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সম্ভাবনাময় ফাস্ট বোলারদের অন্যতম বলে ধরা হত। তবে, ইনজুরির কারণে তিনি বারবার অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন। আরও পড়ুন- খুশি মনে অবসর নেয়নি অশ্বিন! বিরাট ষড়যন্ত্রের গন্ধ পেয়ে মুখ খুললেন কপিল দেব অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্র্যাভিস হেড (সহ-অধিনায়ক), স্টিভ স্মিথ, শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), জশ ইঙ্গলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুসেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, ঝিয়ে রিচার্ডসন , মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.