SPORTS

Kapil Dev reaction on R Ashwin retirement: খুশি মনে অবসর নেয়নি অশ্বিন! বিরাট ষড়যন্ত্রের গন্ধ পেয়ে মুখ খুললেন কপিল দেব

Follow Us Kapil Dev reacts to R Ashwin's retirement: অশ্বিনের অবসরে মন্তব্য করলেন কপিল দেব (টুইটার এবং ডিডি স্পোর্টস ভিডিও স্ক্রিনগ্র্যাব) Kapil Dev Shocked by R Ashwin’s Retirement, Urges a Fitting Farewell: গাব্বা টেস্টের পর যেভাবে আচমকা অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন, তাতে সকলের মত তিনিও অবাক হয়ে গিয়েছেন। ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব এবার সরাসরি মহাতারকা স্পিনারকে যোগ্য বিদায়ী সংবর্ধনা দেওয়ার আহ্বানও করলেন। সংবাদসংস্থা পিটিআইকে কপিল দেব জানিয়ে দিয়েছেন, "ভারতের অন্যতম সেরা ক্রিকেটার যেভাবে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল, তা দেখে আমি হতবাক। ভক্তদের মধ্যে হতাশা তো ছিলই। তবে আমি অশ্বিনের মুখেও একটু কষ্টের ছাপ দেখেছি। ও খুশি ছিল না, যা সত্যিই দুঃখজনক। ওঁ আরও ভালো, প্রাপ্য সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার যোগ্য ছিল।" "তবে ও অপেক্ষা করে ভারতের মাটিতে অবসর ঘোষণা করতে পারত। কিন্তু কেন অশ্বিন এই সিদ্ধান্ত নিল, জানি না। আমি ওঁর তরফের যুক্তি শুনতে চাই। ওঁকে সেই সম্মানটুকু দেওয়া উচিত। দেশের জন্য ১০৬টি টেস্ট ম্যাচ খেলেছে ও। দেশের ক্রিকেটে ওঁর বিশাল অবদানের সঙ্গে তুলনা করার মতো কেউ নেই বলেই আমি মনে করি।" আরও পড়ুন: অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে ভয়ঙ্কর ঝামেলা! মেলবোর্ন বিমানবন্দরে কোহলির তাণ্ডব, বিতর্কে ছিন্নভিন্ন অশ্বিনকে ভারতীয় ক্রিকেটের এক মহারথী বলে আখ্যা দিয়ে কপিল আরও বলেছেন, বিসিসিআই যেন যোগ্য বিদায় দেয় কপিল দেবকে। "আমি নিশ্চিত, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বিসিসিআই, এই গ্রেট ক্রিকেটারের জন্য একটি বড়সড় বিদায়ী অনুষ্ঠান আয়োজন করবে," "ও বরাবর পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসত, আর এটাই ওঁকে বাকিদের থেকে আলাদা করেছে। যেখানে ব্যাটাররা সাধারণত বেশি প্রশংসা পায়, সেখানে আশ্বিন নিজস্ব দক্ষতার মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিল। সাহসী ছিল। তিনি ম্যাচের যে কোনও পর্যায়ে বল করতে পারত। ওঁর মত এমন বোলার কি আর পাওয়া যাবে, যে এতটা কৌশলী এবং যে কোনও পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতে সক্ষম? ও দলের অধিনায়কের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার ছিল," বলেছেন কপিল দেব। বুধবার অবসর ঘোষণার পর বৃহস্পতিবারই ভারতে ফিরে এসেছেন অশ্বিন। চেন্নাইয়ে জনসমুদ্রের মধ্যে দেশের মাটিতে অবসর-কালীন পর্বে পা রেখেছেন। তৃতীয় টেস্টের পরেই অবসর নেওয়ায় মেলবোর্ন এবং সিডনিতে ভারতের একাদশে কোন স্পিনার বাছাইয়ের পথে হাঁটে টিম ম্যানেজমেন্ট, সেটা আপাতত দেখার। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.