Follow Us Ashwin Retirement: অবসর নিয়ে টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তনের সূচনা করেছেন অশ্বিন (বিসিসিআই) Ashwin's Shocking Retirement Marks Start of Senior Player Exodus Before England Tour: একটা উইকেট পড়ল। আরও নাকি উইকেট পতন বাকি রয়েছে। এমনই বলাবলি শুরু হয়েছে জাতীয় স্তরের প্রচারমাধ্যমে। অশ্বিন আচমকা অবসর নিয়ে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন দলের একাধিক সিনিয়র তারকার ভবিষ্যৎ। গৌতম গম্ভীর বরাবর তরুণ রক্তের ওপর জোর দিয়ে এসেছেন। টিম ইন্ডিয়া কোচ হয়েই তিনি যে নিজের দর্শন থেকে সরে আসবেন, এমনটা ইঙ্গিত পাওয়া যায়নি। কেকেআরে অঙ্গকৃশ রঘুবংশী, লখনৌয়ে আয়ুশ বাদোনি থেকে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়ে টেস্ট দলে হর্ষিত রানা, নীতিশ রেড্ডির অন্তর্ভুক্তি গম্ভীরের দর্শনের সাযুজ্যকেই প্রমাণ করে। জানা গিয়েছে, অশ্বিনের অবসরে গম্ভীরের সরাসরি কোনও ভূমিকা নেই। তিনি চাপ দিয়েছেন, এমনও খবর জানা যাচ্ছে না। বোর্ডের তরফেও অশ্বিনকে কোনওরকম চাপ দেওয়া হয়নি। তবে ঘটনা হল, গম্ভীরের কোচিংয়ে নিজের ভবিষৎ জলের মত স্পষ্ট হয়ে গিয়েছিল অশ্বিনের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘূর্ণি পিচেও শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন। তারপর পারথে তাঁকে উপেক্ষা করে যেভাবে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয় একাদশে, তাতে ললাটলিখন স্পষ্ট হয়ে যায় তাঁর কাছে। কাল বিলম্ব না করেই তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। কিন্তু অশ্বিনের অবসরই কি আগামী দিনে একমাত্র বিদায়ের ঘটনা হতে চলেছে? ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, অশ্বিন আসলে ট্রিগার ঠেলে দিয়ে গেলেন। আসন্ন কয়েক মাসে আরও কয়েকজন সিনিয়র তারকাকে বুটজোড়া তুলে রাখতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। ২০১২/১৩ সিজনে শচীন, দ্রাবিড়, লক্ষ্মণ, শেওয়াগ সহ একাধিক তারকা ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর রূপান্তর পর্ব শুরু হয়েছিল। তারপর টেস্টে কোহলি, রাহানে, পূজারা, অশ্বিন, জাদেজা, রোহিত শর্মারা দলের কোর গঠন করেছিলেন। রাহানে-পূজারারা এখন জাতীয় দলের বৃত্তের বাইরে। অশ্বিনও চলে গেলেন। সবেধন নীলমণি হিসাবে রয়ে গেলেন কোহলি এবং রোহিত। কিন্তু কদিন তাঁরা জাতীয় দলে থাকবেন, বিশেষজ্ঞ মহল সংশয়ে। আরও পড়ুন: রাহুল ভাই চলে গিয়েছেন, শচীন পাজিও নেই! অশ্বিনের বিদায়ী বক্তৃতা কাঁদিয়ে দিল গোটা দেশকে, রইল ভিডিও এমনিতেই বর্ডার গাভাসকার ট্রফি র পর ভারতের লাল বলের ক্রিকেটে পরবর্তী সিরিজ বলতে বিদেশে ইংল্যান্ড সফর। জুন-জুলাইয়ের আসন্ন গ্রীষ্মের আগেই অশ্বিনের মতই আরও কয়েকটা উইকেট পড়লে অবাক হওয়ার কিছুই থাকবে না। কোহলি-রোহিত-জাদেজা গত টি২০ বিশ্বকাপ জেতার পরেই সীমিত ওভারের ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। টেস্টে গত দু-বছর ধরেই জঘন্য ফর্মে খেলে যাচ্ছেন দুই ব্যাটিং মহারথী। ব্রিসবেন টেস্ট ড্র হয়ে যাওয়ায় ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সম্ভবনা আরও কমে গিয়েছে। এখন মেলবোর্ন, সিডনিতে বাকি দুই টেস্ট জিততেই হবে। কোনওভাবে ডব্লিউটিসি ফাইনালে কোয়ালিফাই করতে না পারলে কোহলি-রোহিতের বিদায় যে ত্বরান্বিত হবে, কোনও সন্দেহ নেই। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে নতুন ক্যাপ্টেন হিসেবে জসপ্রীত বুমরাকে দেখতে পাওয়ার সম্ভাবনাও প্রবল সেক্ষেত্রে। None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.