SPORTS

Aaron Finch's Retirement Message to R. Ashwin: টানটান ম্যাচে সেদিন আউট করেননি অস্ট্রেলিয়ার ব্যাটারকে! অবসরের পরেই 'ধন্যবাদ' পেলেন অশ্বিন

Follow Us Aaron Finch's Cheeky Retirement Message to R. Ashwin: অশ্বিনের বিদায়ে বার্তা ফিঞ্চের (স্ক্রিনগ্র্যাব এবং ফাইল চিত্র) Aaron Finch's Hilarious Farewell to R. Ashwin: 'Thanks for Not Running Me Out: অবসরের পর শুভেচ্ছার বন্যায় ভেসে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে এর মধ্যেই অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ অশ্বিনকে অন্যভাবে ধন্যবাদ জানালেন। বিদায়ী বার্তায় ফিঞ্চ তাঁকে মনে করিয়ে দিলেন আইপিএলের এক ম্যাচ। যেখানে অশ্বিন তাঁকে মানকাড আউট করা থেকে বিরত থেকেছিলেন। সোশ্যাল মিডিয়ায় অশ্বিনকে উদ্দেশ্য করে ফিঞ্চ লিখেছেন, "সর্বকালের সেরাদের একজন। তোমার সঙ্গে এবং বিপক্ষে খেলতে পারাটা আনন্দের ছিল। পুনশ্চ: সেদিন আমাকে আউট না করার জন্য ধন্যবাদ।" এই বার্তার সঙ্গে ফিঞ্চ একটি ছবি জুড়ে দিয়েছেন যেখানে অশ্বিনকে দেখা যাচ্ছে মানকাড আউট করা থেকে বিরত থাকতে। Congratulations @ashwinravi99 You’ve been one of the greats and it was a pleasure to play with and against you! pic.twitter.com/2Yoany79hC সেই সময় ফিঞ্চ নন স্ট্রাইকিং এন্ডের ক্রিজের অনেকটা বাইরে ছিলেন। ঘটনা ২০২০-র আইপিএলের। সেই সময় ফিঞ্চ খেলছিলেন আরসিবির হয়ে। অশ্বিন অংশ নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস-এর হয়ে। যাইহোক বুধবার অবসর নিয়ে বৃহস্পতিবারই দেশে ফিরে এসেছেন মহাতারকা। চেন্নাইয়ে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছিল তাঁর জন্য। আরও পড়ুন: ৪র্থ দিনে মনে হয়, ৫ম দিনেই অবসর নিই! চেন্নাইয়ে ফিরেই মুখ খুললেন অশ্বিন চেন্নাইয়ে ফিরে সাংবাদিকদের মহারথী অফস্পিনার জানিয়ে দিয়েছেন, "আমি চেন্নাই সুপার কিংস (CSK)-এর হয়ে খেলতে চলেছি এবং আমি যতদিন পারব ততদিন খেলার চেষ্টা করব, এতে অবাক হওয়ার কিছু নেই। আমার মনে হয় না যে অশ্বিন নামের ক্রিকেটার শেষ হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, অশ্বিন নামে ভারতীয় ক্রিকেটার হয়তো তার সময়ে ইতি টেনেছে। এটাই সব।" মিডিয়ার সঙ্গে কথা বলার সময় অশ্বিন আরও অনেক বিষয় খোলসা করেন। সিদ্ধান্ত কি আবেগের বশে নেওয়া কিনা, সেই প্রশ্নের জবাবে এমনই জানিয়েছেন তিনি, "অনেকের কাছেই এটা আবেগপূর্ণ ব্যাপার। এটা আবেগময় হবে, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সেটা থিতিয়ে যাবে। কিন্তু আমার জন্য, এটা এক ধরনের স্বস্তি এবং তৃপ্তির অনুভূতি। এটা অনেক দিন ধরে আমার মাথায় ছিল, তবে সিদ্ধান্তটা হঠাৎই এসেছিল। চতুর্থ দিন আমার মনে হয়েছিল, এবং পঞ্চম দিন আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলি।" None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.