SPORTS

R. Ashwin Responds to Virat Kohli’s Emotional Message: MCG-তে তোমার সঙ্গে ব্যাট করতে নামব! অবসর নিয়েই কোহলির কাছে বিরাট প্রতিশ্রুতি অশ্বিনের

Follow Us Ravichandran Ashwin responds to Virat Kohli’s emotional post with MCG batting promise: বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। (ছবি- টুইটার) R. Ashwin Responds to Virat Kohli’s Emotional Message: 'I’ll Walk to Bat with You at MCG: তাঁর অবসর নিয়ে বিরাট কোহলির আবেগপূর্ণ পোস্টের জবাব দিলেন রবিচন্দ্রন অশ্বিন। কোহলি তাঁর পোস্টে লিখেছিলেন, 'তুমি আমাকে আবেগপ্রবণ করে তুলেছ।' জবাবে অশ্বিন বলেন, 'আমি এমসিজিতে (মেলবোর্নে) তোমার সঙ্গে ব্যাট করতে যাব।' ক্রিকেট মাঠে রবিচন্দ্রন অশ্বিন অনবদ্য। স্বভাবত, সেই অশ্বিনের অবসরের ঘোষণায় বিরাট কোহলি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ১৪ বছর দু'জনে ভারতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন। সেই সমস্ত স্মৃতি তাঁর মনে জেগে উঠেছে। এমনটাই বলেছিলেন কোহলি। তার প্রেক্ষিতেই বার্তা দিয়েছেন সদ্য অবসর নেওয়া কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার। ১৮ ডিসেম্বর ব্রিসবেনের গাব্বায় অবসর নিয়েছিলেন অশ্বিন। তারপর কোহলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'আমি তোমার সঙ্গে ১৪ বছর ক্রিকেট খেলেছি। তুমি যখন আমাকে আজ জানালে যে অবসর নেবে, আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার একসঙ্গে খেলার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছিল। আমি তোমার সঙ্গে বিদেশ সফরের দিনগুলো খুবই উপভোগ করেছি। তুমি চিরকাল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হয়ে থাকবে। তোমার, তোমার পরিবারের ভালো হোক। সেটাই কামনা করি। তোমার ঘনিষ্ঠদের জন্য প্রচুর শ্রদ্ধা ও ভালোবাসা রইল।' Thanks buddy! Like I told you, I will be walking out with you to bat at the MCG🤗 অশ্বিন ইতিমধ্যে চেন্নাইয়ে ফিরে এসেছেন। তিনি পালটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'ধন্যবাদ বন্ধু। আমি তোমার সঙ্গে এমসিজিতে ব্যাট করতে যাব।' ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। ওই দিন কোহলির সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অশ্বিন। তৃতীয় টেস্টের ৫ম দিনে বৃষ্টির বিরতির সময় অশ্বিনের সঙ্গে কোহলির আলিঙ্গনই অশ্বিনের অবসর নিয়ে জল্পনার জন্ম দিয়েছিল। ড্রেসিংরুমে দীর্ঘক্ষণ আড্ডা দিতে দেখা গেছে দু'জনকে। অশ্বিন চোখের জল নিয়ন্ত্রণ করতে পারেননি। এর কয়েক মিনিট পরে, অশ্বিন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদমাধ্যমের সামনে এসে ভাষণ দেন আর, অবসরের ঘোষণা করেন। আরও পড়ুন- অপমানেই অবসর জাতীয় দল থেকে! বোমা অশ্বিনের বাবার, মুখ খুললেন কিংবদন্তিও সাংবাদিক বৈঠকে ভারতের সর্বকালের সেরাদের অন্যতম অশ্বিন বলেন, 'কেউ নিজের সম্পর্কে একথা বলতে চায় না। কিন্তু, একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এটাই আমার শেষ দিন। আমি অনেক আনন্দ করেছি। আমি রোহিত (শর্মা) এবং আমার বেশ কয়েকজন সতীর্থের একসঙ্গে অনেক স্মৃতি আছে। তাঁদের অনেকে অবসর নিয়েছেন। আমরাই সেই পুরোনো দিনের দলের শেষ ব্যাচ। আমি আজকের দিনটাকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবসরের দিন হিসেবে ঘোষণা করছি।' লাল বলের ক্রিকেটে অশ্বিন ১০৬টি টেস্ট খেলেছেন। ৩৭ বার পাঁচ উইকেট করে নিয়েছেন। টেস্ট ক্রিকেটে তাঁর মোট ৫৩৭টি উইকেট আছে। ব্যাটার হিসেবে রয়েছে ৩,৫০৩ রান। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.