Follow Us ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে জটিলতা কাটল ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে (বিসিসিআই) ICC Confirm Champions Trophy 2025 Hybrid Model: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অবশেষে জটিলতা কাটল ভারতের। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়েই আইসিসির কাছে আপত্তি জানিয়েছিল বিসিসিআই। শেষমেশ আইসিসির পক্ষ থেকে বিষয়টি চূড়ান্ত করে জানানো হয়, হাইব্রিড মডেলেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরপেক্ষ ভেন্যুতেই পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। আর ২০২৮ পর্যন্ত আইসিসি আয়োজিত সমস্ত টুর্নামেন্টেই ভারত-পাক খেলা হবে হাইব্রিড মডেলে। আইসিসি জানিয়েছে, "এটি ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে পাকিস্তানে আয়োজিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, ২০২৫ সালে ভারতে আয়োজিত হতে চলা মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও প্রযোজ্য হবে।" "এছাড়াও ঘোষণা করা হয়েছে যে, পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ২০২৮ সালে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে মনোনীত হয়েছে, যেখানে নিরপেক্ষ ভেন্যু ব্যবস্থাপনার নিয়মও প্রযোজ্য হবে।" আরও পড়ুন: অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে ভয়ঙ্কর ঝামেলা! মেলবোর্ন বিমানবন্দরে কোহলির তাণ্ডব, বিতর্কে ছিন্নভিন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে রাখা হয়েছে গ্রুপ-এ'তে। যেখানে ভারতের পাশাপাশি রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ভারত-পাক ম্যাচের সূচিও শীঘ্রই প্রকাশ করা হবে, এমনটাই জানিয়েছে আইসিসি। টি২০ বিশ্বকাপে ভারত পাকিস্তানের মোকাবিলা করেছিল নিউ ইয়র্কে। নাটকীয় ৬ রানে ম্যাচ জিতে নেয় ভারত। শেষমেশ বার্বাডোজের ফাইনালে চ্যাম্পিয়নের শিরোপাও জেতে ভারত। ওয়ানডে বিশ্বকাপে তার আগে ভারত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে। গত মাসে হাইব্রিড মডেলের বিরোধিতা করতে গিয়ে পাক বোর্ডের তরফে অক্টোবর ২০২৪-এ আইসিসি বোর্ড মেম্বারদের মধ্যে সার্কুলেট হওয়া এক চিঠির প্রসঙ্গ তুলে ধরা হয়। যে চিঠিতে সম্প্রচার কারী সংস্থার তরফে সূচি চূড়ান্ত করায় সিলমোহর দেওয়ার কথা বলা হয়েছে। সেই সময় কোনও সদস্য দেশ আপত্তি তোলেনি, জানানো হয় এই বিষয়-ও। তারপরে ভারতের তরফে তীব্র আপত্তি সহকারে জানিয়ে দেওয়া হয়, কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র না পেলে কোনওভাবেই পাকিস্তান ভ্রমণ ক্রসম্ভব নয়। None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.