Follow Us Ashwin-India: রবিচন্দ্রন অশ্বিন। (ছবি- বিসিসিআই) Congress MP Urges Khel Ratna Award for R Ashwin: সদ্য অবসর নেওয়া ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে, 'খেলরত্ন পুরস্কার দেওয়া উচিত'। এমনই দাবি জানালেন এক কংগ্রেস সাংসদ। তিনি অশ্বিনকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করার জন্য যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখভাই মান্ডভিয়াকে অনুরোধ করেছেন। কংগ্রেস সাংসদ বিজয় বসন্ত তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অনুরোধ জানিয়েছেন। ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বুধবারই ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানান। এরপরই বিজয় বসন্ত এক্স-এ একটি পোস্টে লিখেছেন, 'আমি যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়ার কাছে চিঠি লিখে অনুরোধ করেছি যে অশ্বিনকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হোক। ভারতীয় ক্রিকেটে তাঁর ব্যতিক্রমী অবদান এবং মাঠে অসাধারণ কৃতিত্বের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হোক।' এর আগে বুধবার, অশ্বিন তাঁর অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে তিনি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে উপস্থিত হন। এর আগে তাঁর অবসর নিয়ে জল্পনা বাড়িয়ে অশ্বিন আবেগপ্রবণ হয়ে পড়েন। বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছিলেন। অশ্বিন ১০৬টি টেস্ট খেলেছেন। ৩৭ বার পাঁচটি করে উইকেট নিয়েছেন। টেস্টে তিনি মোট ৫৩৭টি উইকেট নিয়েছেন। ৩,৫০৩ রান করেছেন। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ উইকেট শিকারী। অনিল কুম্বলের (৬১৯) পরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের (৬৭)-পরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারী অশ্বিনই। টেস্ট ক্রিকেটে ভারতের আধিপত্য বিস্তারে অশ্বিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ভারতীয় টেস্ট ক্রিকেটের স্বর্ণযুগের সময় অশ্বিন দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আরও পড়ুন- গোটা রাত বাইরে, হোটেলে ঢোকে সন্ধ্যে ৬ টায়! পৃথ্বীকে নিয়ে বড় কেলেঙ্কারি ফাঁস মুম্বই ক্রিকেট সীমিত ওভারের ক্রিকেটে, অশ্বিন ১৮১টি ম্যাচ খেলে ২২৮ উইকেট নিয়েছেন। ১১৬টি একদিনের ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ পরিসংখ্যান ২৫ রানে ৪ উইকেট। তিনি একদিনের ক্রিকেটে ১৫৬টি উইকেট নিয়েছেন। সেখানেও ৭০৭ রান করেছেন। ৬৫টি টি২০ ম্যাচও খেলেছেন। তার মধ্যে একবার ৮ রানে ৪ উইকেট নিয়েছেন। মোট ৭২টি উইকেট নিয়েছেন টি২০ ক্রিকেটে। করেছেন ১৮৪ রান। None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.