SPORTS

Rinku Singh on KKR Captaincy: KKR-এর নেতৃত্ব নিয়ে ভাবছি না, প্ৰথমবার ক্যাপ্টেন হয়েই মুখ খুললেন নাইটদের রিঙ্কু

Follow Us Rinku Singh: কেকেআরের অপরিহার্য তারকা রিঙ্কু সিং (আইপিএল) Rinku Singh on KKR captaincy and his role as Uttar Pradesh captain for the Vijay Hazare Trophy 2024 : আসন্ন বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশ দলের ক্যাপ্টেন করা হল রিঙ্কু সিংকে। ভুবনেশ্বর কুমারের হাত থেকে নেতৃত্বের দায়িত্ব তুলে নিলেন তিনি। এই প্ৰথমবার রিঙ্কু সিং রাজ্য পর্যায়ের কোনও দলের নেতা নির্বাচিত হলেন। কেকেআর আসন্ন আইপিএল সিজনের জন্য এখনও দলের নেতা ঘোষণা করেনি। এমন অবস্থায় রিঙ্কুকে ক্যাপ্টেন ঘোষণা করে বার্তা দিতে চাইল উত্তরপ্রদেশ। ইএসপিএন ক্রিকইনফোকে রিঙ্কু সিং বলে দিয়েছেন, "নতুন সিজনে কেকেআরের অধিনায়কত্ব নিয়ে আমি বেশি ভাবনা চিন্তা করছি না। আপাতত উত্তরপ্রদেশের জন্য পরিকল্পনায় ফোকাস করছি। ২০১৫/১৬ সিজনে আমরা যে ট্রফি জিতেছিলাম, সেটা আবার দখল করতে চাইছি আমরা।" আরও পড়ুন: অপমানেই অবসর জাতীয় দল থেকে! বোমা অশ্বিনের বাবার, মুখ খুললেন কিংবদন্তিও ফেব্রুয়ারিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি। মেগা আইসিসি ইভেন্টে জাতীয় দলের হয়ে খেলতে চান কিনা, এমন প্রশ্নের জবাবে রিঙ্কু বলে দিয়েছেন, "আমি ঈশ্বরে বিশ্বাস করি। আইপিএলে যখন টানা পাঁচটা ছক্কা হাঁকিয়েছিলাম, তখনও জাতীয় দলের কথা ভাবিনি। সেটাই কেরিয়ারের সবথেকে মোড় ঘোরানো অধ্যায় হিসাবে বিবেচিত হয়েছে। আমার এখনও বিশ্বাস, ঈশ্বর আমাকে কোনও বিষয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে অবশ্যই সেটা আমি পাব। একই সঙ্গে আমার তরফে কঠোর পরিশ্রম জারি রাখতে হবে।" আন্তর্জাতিক স্তরে রিঙ্কু এখনও পর্যন্ত দুটো ওয়ানডে খেলেছেন। টি২০-তে খেলেছেন ৩০ ম্যাচ। নব্য টি২০ প্রজন্মের সমস্ত গুণ রয়েছে রিঙ্কুর মধ্যে- নির্ভীক, চাপমুক্ত, শান্ত এবং ধীরস্থির। ম্যাচের যে কোনও পরিস্থিতিতে বোলারের ওপর চড়াও হয়ে মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত তিনি। বিশ্ব ক্রিকেটে ফিনিশার হিসাবে রিঙ্কুর আলাদা কদর রয়েছে। শনিবার বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশ অভিযান শুরু করছে জম্মু কাশ্মীরের বিপক্ষে। তারপর রিঙ্কুরা টানা খেলবেন মিজোরাম, তামিলনাড়ু, ছত্রিশগড়, চন্ডীগড় এবং বিদর্ভের বিপক্ষে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.