SPORTS

Ashwin's Conditions for Australia Tour: Gambhir's Role: অস্ট্রেলিয়াতে যেতেই চাননি, গম্ভীরের সিদ্ধান্তের জন্যই ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত! অশ্বিনের অবসরে বড় রহস্য ফাঁস

Follow Us Ashwin-Gambhir: অশ্বিনের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে গম্ভীরের কীর্তি (টুইটার) Gautam Gambhir’s Pivotal Role in Ashwin’s retirement: অবসরের আচমকা ঘোষণা করে তোলপাড় ফেলে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এক ধাক্কায় বর্ডার গাভাসকার ট্রফির মধ্যেই শিরোনামে উঠে এসেছেন। ক্রিকেট সমাজকে অবাক করে দিয়েই সরে দাঁড়াচ্ছেন স্পিন কিংবদন্তি। এটা অনেকের কাছে অপ্রত্যাশিত হলেই যথেষ্ট ভাবনা চিন্তা করেও নেওয়া হয়েছে। এমনটাই জানা যাচ্ছে। তবে তাঁর এই অবসরের সিদ্ধান্ত ছিল একান্তই ব্যক্তিগত এবং গোপনীয়। বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকরা তো বটেই দলের সতীর্থরাও ঘুণাক্ষরেও টের পাননি গাব্বা টেস্টের পর কী সিদ্ধান্তে হৈচৈ ফেলতে বলেছেন বর্ষীয়ান স্পিনার। জানা যাচ্ছে, তাঁর এই অবসরের সিদ্ধান্ত ক্যাপ্টেন রোহিত শর্মা ছাড়া কেউই জানতেন না। সকলের কাছেই গোপন রেখেছিলেন এই বিষয়। এমনকি অভিন্নহৃদয় বন্ধু বিরাট কোহলিও জানতেন না দীর্ঘদিনের সঙ্গী এভাবে সিরিজের মাঝপথে প্রস্থান নিয়ে ফেলবেন। গাব্বায় পঞ্চম দিনে চা পানের বিরতিতে অশ্বিন যখন কোহলিকে অবসরের সিদ্ধান্ত জানাচ্ছেন, তখনই আবেগপ্রবণ হয়ে পড়েন বিরাট। আসলে অবসরের এই সলতে পাকানো শুরু হয়েছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে বিপর্যয়ের পর। অশ্বিনের বিষাক্ত ঘূর্ণি কাজ করেনি দেশের স্পিনিং ট্র্যাকে। তিন টেস্টে মাত্র ৯ উইকেট নিয়েছিলেন। কিউই সিরিজের মাঝপথেই ওয়াশিংটন সুন্দরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দেওয়াল লিখন পড়তেই পারছিলেন। আরও পড়ুন: ধোনির স্টাইলে সিরিজের মাঝপথেই কেন অবসর! অশ্বিনের বিদায়ে টিম ইন্ডিয়ার বড় রহস্য ফাঁস অস্ট্রেলিয়া সফরে আসতেই চাননি। কিউই সিরিজের পরেই অবসরের ঘোষণা করে দিতেন। টিম ম্যানেজমেন্টকেও স্পষ্ট বার্তা দিয়েছিলেন স্কোয়াডে থেকে স্রেফ সাইডলাইনে বসে থাকতে যাবেন না অস্ট্রেলিয়ায়। চলতি হেভিওয়েট সিরিজে তিন টেস্টে তিন জন আলাদা আলাদা স্পিনারকে খেলানোর পথে হেঁটেছে ভারত। প্ৰথম টেস্টে পারথে যখন অশ্বিনকে বসিয়ে সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গম্ভীরের অশ্বিন উপেক্ষার সেই ঘটনাই মহারথীর আচমকা অবসরের সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। এডিলেড টেস্টে ব্যর্থ হওয়ার পর অশ্বিনের ভাগ্যও প্রায় পাকা হয়ে যায়। সিডনি এবং মেলবোর্নে জোড়া স্পিনার খেলালেও জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরই প্ৰথম দুই স্পিনার হবেন, এমন ঘটনাও চূড়ান্ত। তাই গাব্বায় টেস্ট শেষের পরেই অশ্বিন বড় ঘোষণা করে ফেলেন। ফিটনেসের সমস্যা ছিলই। হাঁটুর পুরোনো চোট চাগার দিয়ে উঠছিল। এমন অবস্থায় পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল যখন শুরু হবে জুলাইয়ে তখন তিনি। চল্লিশের কোটায় পা দিয়ে ফেলবেন। তাই কোনওরকম রঙিন বিদায়ী টেস্ট ছাড়াই বুট জোড়া তুলে রাখতে দ্বিধা করলেন না অশ্বিন, ভারতের চিরকালের লড়াকু সৈনিক। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.