SPORTS

Gavaskar on R Ashwin mistreatment: ক্যাপ্টেন এমনকি ভাইস ক্যাপ্টেনও করা হয়নি কখনও! টিম ইন্ডিয়ায় অশ্বিনের অপমানে গর্জে উঠলেন গাভাসকার

Follow Us India-Australia: ৪র্থ টেস্টে সিরিজের ফয়সালা চাইছে উভয় দলই। (ফাইল ছবি) Sunil Gavaskar on R Ashwin mistreatment: রবিচন্দ্রন অশ্বিনের অপমানে গর্জে উঠলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। তিনি অভিযোগ করেছেন যে সিনিয়র খেলোয়াড় অশ্বিনকে নানাভাবে অপমান করেছেন নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট। বল এবং ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্স থাকলেও, 'অশ্বিনকে কখনও দলের সহ-অধিনায়ক পর্যন্ত করা হয়নি।' গাভাসকার মনে করেন যে অশ্বিনের মধ্যে নেতৃত্ব দেওয়ার যাবতীয় ক্ষমতা ছিল। তিনি ১০০টিরও বেশি টেস্ট খেলা একজন ক্রিকেটার। অথচ, তিনি দলে সেই প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত পাননি। গাব্বায় বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের তৃতীয় ম্যাচের পরই অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ১০৬টি টেস্ট ছাড়াও অশ্বিন ১১৬টি একদিনের ম্যাচ এবং ৬৫টি টি২০ ম্যাচ খেলেছেন। তিনিই দেশের দ্বিতীয় সেরা টেস্ট উইকেট শিকারী। নিয়েছেন ৫৩৭টি টেস্ট উইকেট। এই ব্যাপারে তাঁর আগে আছেন কেবল অনিল কুম্বলে। শুধু তাই নয়, অশ্বিনের ক্রিকেট মস্তিষ্কও অসাধারণ বলেই চাউর আছে। তারপরও তাঁকে কোনওদিন ভারতীয় দলের অধিনায়ক করা হয়নি। তবে, অধিনায়কত্বের অভিজ্ঞতা যে অশ্বিনের নেই, তা-ও নয়। তিনি আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন। সংবাদপত্রে তাঁর কলমে গাভাসকার লিখেছেন, 'অশ্বিন ভারতের অসাধারণ অধিনায়ক হতে পারতেন। কিন্তু, তাঁকে ভাইস-ক্যাপ্টেনও পর্যন্ত করা হয়নি। বিলম্বিত হলেও কোনও নির্দিষ্ট টেস্ট বা সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজে তাঁকে সম্মান জানানোর সুযোগ ছিল। কিন্তু, সেটাও দেওয়া হয়নি। সেই কারণেই রোহিত শর্মা যখন তাঁকে শততম টেস্টে নেতৃত্ব দিতে অনুরোধ করেছিলেন, সেটা দেখে বেশ ভালো লেগেছে।' গাভাসকার বিদেশে টেস্টে অশ্বিনকে ভালোভাবে ব্যবহার না করার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে বাদ দেওয়ার জন্য প্রতিটি ম্যাচে 'টিম ভারসাম্য'-র নামে নানা অজুহাত তৈরি করেছে। এই ব্যাপারে গাভাসকার লিখেছেন, 'ক্রিকেট ব্যাটারদের খেলা। তারপরও এটাই সত্য যে তিনি বহুবার প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। ব্যাটিং থেকে বোলিং, তিনি সবেতেই ভালো পারফরম্যান্স করেছেন। তাঁকে বাদ দেওয়ার জন্য শেষে দলে ভারসাম্যের অজুহাত খুঁজতে হয়েছে।' আরও পড়ুন- ভারতকে পুরোনো পিচ, অস্ট্রেলীয়দের জন্য সতেজ! মেলবোর্ন টেস্টের আগেই পিচ বিতর্ক জোরদার এই ব্যাপারে গাভাসকার বলেন, 'ওঁকে বাদ দেওয়ার অন্য কোনও উপায় ছিল না। কারণ, টিম ম্যানেজমেন্ট জানত যে ওঁকে ছাড়া খেলা জেতা যাবে না। যদি পিচ এবং পরিস্থিতি আইসিসির একনম্বর বোলারের উপযুক্ত না হয়, তাহলে একই অজুহাত কেন ব্যাটারদের ক্ষেত্রে দেওয়া হয়নি? যদিও সেই সব ব্যাটাররা আইসিসির শীর্ষস্থানে পাননি। কিন্তু তারপরও তাঁরা একই পিচে খেলার সুযোগ পেয়েছেন।' বিশেষজ্ঞদের ধারণা, পার্থে সিরিজের প্রথম টেস্টের জন্য ওয়াশিংটন সুন্দরকে অশ্বিনের পরিবর্তে বেছে নেওয়ার জন্যই স্পিন কিংবদন্তি দ্রুত অবসর নিলেন। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.