SPORTS

Rohit Sharma injury: হাঁটুতে সপাটে বলে, যন্ত্রণায় ছিন্নভিন্ন রোহিত! মেলবোর্ন টেস্টের আগেই বিরাট ধাক্কা ভারতের

Follow Us Rohit Sharma injury: চোট পেলেন রোহিত শর্মা। (ছবি- টুইটার) Sports Melbourne Test & Rohit Sharma injury: মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে রবিবার বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। অনুশীলনের সময় বাম হাঁটুতে চোট পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ব্যথায় কাঁপছেন ভারতীয় টেস্ট দলের নিয়মিত অধিনায়ক। নেট সেশনের সময়, থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ার সঙ্গে থ্রো অনুশীলনের সময় রোহিত চোট পান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ৩৭ বছর বয়সি টিম ইন্ডিয়া অধিনায়ক এরপরও কিছুক্ষণ ব্যাটিং চালিয়ে যান। কিন্তু, যন্ত্রণা বাড়লে তাঁকে বাধ্য হয়ে দলের ফিজিওর কাছে ছুটতে হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ফিজিও রোহিতের কাছে এসে তাঁর হাঁটুতে বরফের প্যাক লাগাতে গেলে রোহিত যন্ত্রণায় হাঁটু সরিয়ে নেন। ফিজিও তখন ভারতীয় অধিনায়কের বাম পা একটি চেয়ারে রাখেন যাতে তিনি স্বস্তিদায়ক অবস্থায় থাকতে পারেন। আর তাঁর হাঁটুটা যেন বিশ্রাম পায়। ফিজিওর সামনে রোহিতকে যন্ত্রণায় কুঁকড়ে উঠতে দেখা গিয়েছে। ডানহাতি ব্যাটারের এই পরিস্থিতি মেলবোর্ন টেস্টের আগে স্বভাবতই টিম ইন্ডিয়ার উদ্বেগ বাড়িয়েছে। বক্সিং ডে টেস্টের অবশ্য এখনও চার দিন হাতে আছে। টিম ম্যানেজমেন্ট আশাবাদী, রোহিতের চোটটা ম্যাচের আগেই সেরে যাবে। আর, সেটা খুব একটা গুরুতর নয়। বর্তমানে বর্ডার-গাভাসকার সিরিজে সমতা আছে। দুই দলের ফলাফল ১-১। রবিবার এই চোট ছাড়া বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দলের অনুশীলন পর্ব বেশ ভালোই কেটেছে। সব খেলোয়াড়রাই অনুশীলনে ছিলেন। বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাকে নানা কায়দায় অনুশীলন করতে দেখা গিয়েছে। তবে চোট সেরে গেলেও টিম ইন্ডিয়ার অধিনায়ক তাঁর ফর্ম নিয়ে রীতিমতো সমস্যায়। শেষ ৫ টেস্টে তাঁর পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। পার্থে বর্ডার-গাভাসকার ট্রফির উদ্বোধনী ম্যাচ রোহিত খেলেননি। ওই ম্যাচ ভারত জসপ্রীত বুমরার নেতৃত্বে ২৯৫ রানে জিতেছিল। এরপর তিনি এডিলেড ও ব্রিসবেনে পরের দুই টেস্টে দলের অধিনায়কত্ব করেন। তার মধ্যে এডিলেডে দল ১০ উইকেটে হেরেছে। আর ব্রিসবেনে টিম ইন্ডিয়া বিপুল রানে পিছিয়ে থাকলেও বৃষ্টির জন্য ম্যাচ ড্র ঘোষিত হয়েছে। Rohit Sharma has had a minor Injury scare today pic.twitter.com/xDiV3oHzfB এর মধ্যে এডিলেডে, রোহিত প্রথম ইনিংসে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান করেছিলেন। গাব্বা টেস্টে তিনি প্রথম ইনিংসে ১০ রান করেছেন। সব মিলিয়ে চলতি ক্রিকেট বর্ষে টেস্টে সমস্ত ভারতীয় ব্যাটারদের মধ্যে রোহিত শর্মার প্রথম ইনিংসের গড়ই সর্বনিম্ন। গাব্বা টেস্ট শেষ হওয়ার পর রোহিত নিজেই স্বীকার করেছেন যে তাঁর পারফরম্যান্স খারাপ হয়েছে। তবে, তিনি আত্মবিশ্বাসী বলেও জানিয়েছিলেন। আরও পড়ুন- টি২০ বিশ্বকাপ থেকে প্যারাঅলিম্পিক, ২০২৪-এ ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্যকে ফিরে দেখা ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে রোহিত বলেছিলেন, 'হ্যাঁ, আমি ভালো ব্যাটিং করিনি। এটা মেনে নিতে কোনও ক্ষতি নেই। কিন্তু আমি জানি যে কী করতে পারি। আমি নিজেকে কীভাবে তৈরি করেছি, সেটাও জানি। এখন ক্রিজে যতটা সম্ভব সময় কাটানো দরকার। আমি মোটামুটি নিশ্চিত যে আমার মন, শরীর, পা ঠিকঠাকই চলছে। এনিয়ে আমি খুশি। আমি মাঝে মধ্যে বড় রানও করেছি। যাইহোক, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।' None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.