SPORTS

Shastri wants Rohit to change tactics: নতুন ভূমিকায় সফল হতে হলে কৌশল বদলাক রোহিত, পরামর্শ প্রাক্তন কোচের

Follow Us Ravi Shastri-Rohit Sharma: রবি শাস্ত্রী ও রোহিত শর্মা। (ছবি- টুইটার) Shastri wants Rohit to change tactics: চলতি বর্ডার-গাভাসকার সিরিজে নতুন পজিশনে ব্যাট করতে নেমে তেমন একটা সাফল্য পাননি রোহিত শর্মা। তিন ইনিংসে রান করেছেন মাত্র ১০, ৩ এবং ৬। এই পরিস্থিতিতে রোহিত এবং টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট তাঁর পারফরম্যান্স নিয়ে রীতিমতো চিন্তায়। রোহিত নিজেও গাব্বা টেস্টের পর তাঁর এই পারফরম্যান্সের অভাব নিয়ে মুখ খুলেছেন। এবার ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী রোহিতের এই সমস্যা সমাধানে উদ্যোগী হলেন। তিনি টিম ইন্ডিয়ার অধিনায়ককে পরামর্শ দিয়েছেন, নতুন পজিশনে সফল হতে গেলে রোহিতকে কৌশল বদলাতে হবে। তাঁকে, 'আক্রমণাত্মক হতে হবে' বলেই পরামর্শ দিয়েছেন বর্তমান ধারাভাষ্যকার তথা ভারতের প্রাক্তন হেড কোচ। এই ব্যাপারে শাস্ত্রী আইসিসি রিভিউয়ে বলেছেন, 'আমি দেখতে চাই যে রোহিত শর্মা নিজের খেলার কৌশল বদলেছে। ও এখনও ছয় নম্বরে নেমে প্রতিপক্ষের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমি মনে করি, অন্য কিছু না ভেবে রোহিতকে আক্রমণাত্মক হতে হবে। সেই মানসিকতার প্রতিফলন ঘটাতে হবে।' শাস্ত্রী বলেছেন, 'রোহিতকে দুটি বিষয় মাথায় রাখতে হবে। একটা হল, আউট না হওয়া এবং আরেকটি হল আক্রমণ চালানো। ওঁর আক্রমণাত্মক ব্যাটিং করা উচিত। ও মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই আউট হয়ে যাচ্ছে। ও আসলে নিজের স্বাভাবিক খেলাটা খেলছে না। ওঁকে বেশিক্ষণ টিকতে হবে। আর, হাত খুলে ব্যাটিং করতে হবে।' শাস্ত্রী জানান, রোহিতের উচিত বিশ্বের সেরা ৬ নম্বর ব্যাটারের মত দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটিং করা। তিনি বলেন, 'আমি মনে করি যে রোহিতের শুধুমাত্র ফর্মে ফিরে আসাই যথেষ্ট নয়। ভারতের হয়ে ম্যাচ জেতানোর ভূমিকাও নেওয়া উচিত। কারণ রানটা এক গুরুত্বপূর্ণ সংখ্যা। বিশ্বের সেরা ৬ নম্বর ব্যাটাররা পালটা আক্রমণের রাস্তায় হাঁটেন। তাঁদের সেই ক্ষমতা আছে। হ্যাঁ, যাতে উইকেট না পড়ে যায়, সেজন্য ওঁকে সতর্ক থাকতে হবে। কিন্তু, আক্রমণাত্মক ব্যাটিংটাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।' আরও পড়ুন- পাকিস্তানের বিপক্ষে টেস্ট না খেলেই কেরিয়ার শেষ হচ্ছে এই ভারতীয় তারকাদের, লিস্টে কারা কারা ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আরও বলেন, 'রোহিতের তো সেই ক্ষমতা আছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার মত যাবতীয় শট ও খেলতে পারে। তাহলে খেলবে না কেন? ওঁর সেভাবেই ব্যাটিংটা করা উচিত।' None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.