Follow Us Preparation for the Boxing Day Test: বক্সিং ডে টেস্টের প্রস্তুতি।(ছবি-টুইটার) India vs Australia pitch controversy: ভাবা যায়! মেলবোর্নে টেস্ট জেতার জন্য ঠিক কতটা মরিয়া অস্ট্রেলিয়া? অনেকেই যেটা শুনে চমকে উঠেছেন তা হল- দুই দলের অনুশীলনের জন্য আলাদা ধরনের পিচ বানিয়েছে এমসিজির পিচ কিউরেটররা। বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের চতুর্থ টেস্ট শুরু হতে হাতে আর মাত্র কয়েকদিন বাকি। তার মধ্যে এই খবর সামনে আসায় শুরু হয়েছে তীব্র চাপানউতোর। মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর থেকেই অন্তহীন বিতর্ক চলছে। সেই সব বিতর্কে জড়িয়ে পড়েছেন দুই দলের ভক্তরাও। তারই মধ্যে মেলবোর্নে ৪র্থ টেস্ট শুরুর আগে ভারত-অস্ট্রেলিয়া নিজেদের মত করে অনুশীলন সারছে। যা দেখে অনুরাগীরা নিজেদের মত করে এমসিজি টেস্ট সম্পর্কে ধারণা করতেও শুরু করেছেন। এরই মধ্যে জানা গেল যে, অনুশীলনের পিচ দেওয়ার ক্ষেত্রেও দুই দলের মধ্যে তফাত বজায় রাখছে এমসিজি। ভারতকে দেওয়া হচ্ছে পুরোনো পিচ। আর, অস্ট্রেলিয়ার জন্য থাকছে নতুন পিচ। ছবি কথা বলে। আর ছবিতেই সেসব স্পষ্ট হয়ে যাওয়ায়, ভক্তদের আর বিষয়টা বুঝতে বিশেষ কাঠখড় পোহাতে হয়নি। সপ্তাহ শেষেই ৪র্থ টেস্ট। সেজন্য পিচে এখন ঘাম ঝরাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলরা। সেরা ব্যাটারদের পাশাপাশি জসপ্রীত বুমরা, আকাশ দীপ ও মহম্মদ সিরাজরাও নিজেদের উজাড় করে দিচ্ছেন পিচে। তার মধ্যে ভারতকে য পিচে অনুশীলন করতে দেওয়া হয়েছে, সেখানে বাউন্স কম। শর্ট-পিচ ডেলিভারিও কোমরের ওপরে ওঠে না। ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, এই জঘন্য পিচের জন্যই টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা হাঁটুতে চোট পেয়েছেন। Significant difference between the practice pitches both teams have got in preparation for the Boxing Day Test. #bgt pic.twitter.com/MYyMKZpEGi ভারতের পেসার আকাশ দীপ রবিবার নেট সেশনের পরে বলেন, 'আমার মনে হয়, এটা সাদা বলের পিচ। সেজন্যই বল অনেকসময় ধীরে আসছিল। এমনিতে অনুশীলনে আঘাত লাগতেই পারে। রোহিত শর্মার চোট লেগেছে। তবে, উদ্বেগের কোনও ব্যাপার নেই।' আর অস্ট্রেলিয়ানদের অনুশীলনে যে পিচ দেওয়া হয়েছে, সেটা একেবারে অন্যরকম। যা দেখেই বোঝা যাচ্ছে যে নতুন পিচ। ফলে, অজিরা ভারতীয়দের চেয়ে আরও ভালো অনুশীলন করার সুযোগ পাচ্ছেন। আরও পড়ুন- মরুশহরে বিয়ে পিভি সিন্ধুর, প্ৰথম ছবি সামনে আসতেই হৈচৈ, দেখে নিন এই বিতর্ক ঢাকতে এমসিজি পিচ কিউরেটর আবার অন্য গল্প শুনিয়েছেন। তিনি বলেছেন, 'সাধারণত ম্যাচ শুরুর তিন দিন আগে আমরা নতুন পিচ দিই। ভারতের সূচি আগেই জানানো হয়েছিল। ভারতীয়রা এখানে অস্ট্রেলিয়া দলের চেয়ে বেশিদিন ধরে অনুশীলন করছে। তাই ওঁদের পুরোনো পিচ দেওয়া হয়েছে।' এই বিতর্কের মধ্যেই সোমবার অজিরা অনুশীলন করলেও ভারতীয় দল অনুশীলনে নামেনি। সূত্রের খবর, ভারতীয় দলও এবার নতুন পিচেই অনুশীলন করতে চায়। তেমনই ব্যবস্থা করা হয়েছে। None
Popular Tags:
Share This Post:
East Bengal: মুম্বইয়ের কাছে অসহায় আত্মসমর্পণ! ডার্বির আগে চরম হতাশ করল ইস্টবেঙ্গল....
January 6, 2025What’s New
Spotlight
Today’s Hot
-
- December 23, 2024
-
- December 23, 2024
-
- December 23, 2024
Featured News
Latest From This Week
PAK vs SA: পুরো সিরিজে ব্যাটে নেই ১ রান-ও! ক্রিকেট ইতিহাসে কলঙ্কের কীর্তি পাকিস্তানি ওপেনারের
SPORTS
- by Sarkai Info
- December 23, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.