SPORTS

Travis Head on BCCI-ICC: আইসিসির থেকে অনেক শক্তিশালী বিসিসিআই! সত্যি কথা মুখ ফস্কে বলেই দিলেন হেড-স্মিথ

Follow Us Travis Head: ট্রাভিস হেড।(ছবি- টুইটার) Travis Head on BCCI-ICC: কে বড়, বিসিসিআই না আইসিসি? বক্সিং ডে টেস্টের আগে এই প্রশ্ন উসকে দিয়ে ক্রিকেট প্রশাসনে টানাপোড়েন বাড়ালেন ট্রাভিস হেড। অজি ব্যাটারের কথায় অনেকে হেসেছেন। কিন্তু, উসকে উঠেছে সমালোচকদের দীর্ঘদিনের কটাক্ষ। এমনিতেই হেড ভারতীয় সমর্থকদের কাছে গত বছরের বিশ্বকাপ ফাইনালের পর থেকেই 'ভিলেন'। মোদী স্টেডিয়ামে একাই হারিয়েছিলেন ভারতকে। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজেও সেই দুষ্কর্ম চালিয়ে যাচ্ছেন অজি ব্যাটার। তিন ম্যাচে দুটো সেঞ্চুরি করে বসে আছেন। তাঁর দৌলতেই সিরিজ এখন ১-১। ব্রিসবেনে অজিরা জিতেই যাচ্ছিল। বৃষ্টি না বাঁচালে দুর্ভোগ ছিল রোহিতদের কপালে। বাঁ-হাতি ব্যাটার তারই মধ্যে আবার ক্রিজেই সিরাজের সঙ্গে গন্ডগোলে জড়িয়েছেন। নাম-কা ওয়াস্তে শাস্তিতেই তাঁকে রেহাই দিয়েছে আইসিসি। আর, সিরাজের কপালে জুটেছে জরিমানা। সব মিলিয়ে ভারতীয় সমর্থকদের বর্তমান চোখের বালি এই অজি ব্যাটার। তাতেও যেন তাঁর মন ভরছে না। এবার কার্যত বিসিসিআই আর আইসিসিকে ক্ষমতার দাড়িপাল্লায় বসিয়ে উসকে দিলেন ভারতীয় সমর্থকদের ক্ষোভ। ঠিক কী বলেছেন হেড? বলেছেন, 'আইসিসি ক্রিকেটের শাসক হতে পারে। কিন্তু, বিসিসিআই ক্ষমতার ভরকেন্দ্রে দ্বিতীয় স্থানেই আছে। ভারতীয় ক্রিকেট খুবই শক্তিশালী!' সংবাদমাধ্যমকে বলেছেন। ফলে, হেডের বচন দাবানলের মতই ছড়াতে সময় লাগেনি। সেসব দেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন, 'ও ঠিক কী বলেছে, আমি বলতে পারব না। তবে, নিশ্চয়ই রসিকতা করেছে।' এসব বলেও স্মিথ কিন্তু, হেডের সুরেই গেয়েছেন। স্মিথ বলে বসেছেন, 'বিসিসিআই তো একটা ক্ষমতার কেন্দ্র। আইসিসি ততটা শক্তিশালী না।' আরও পড়ুন- পুরো সিরিজে ব্যাটে নেই ১ রান-ও! ক্রিকেট ইতিহাসে কলঙ্কের কীর্তি পাকিস্তানি ওপেনারের রাজনৈতিক ইতিহাসে যতই মিল থাকুক না কেন, ক্রিকেট দুনিয়ায় ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক এখন সাপে-নেউলে। একদিনের বিশ্বকাপে দুটো ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছে। যার মধ্যে শেষ ফাইনালটা আবার ভারতের মাটিতেই হয়েছে। ভারত পালটা টেস্ট সিরিজ জিতে বদলা নেবে বলেই আশা সমর্থকদের। তারই মধ্যে দুই দেশের ক্রিকেটে তিক্ততা বাড়ালেন হেড, স্মিথরা। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.