Follow Us NZ-India Series: ভারত সফরে নিউজিল্যান্ড। (ছবি- টুইটার) NZ ODI squad for India: টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারত সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে তারা ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। যার নেতৃত্বে রয়েছে সোফি ডিভাইন। এই সোফি ডিভাইনের নেতৃত্বেই মাত্র কয়েকদিন আগে মহিলা টি২০ বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড মহিলা দল। বিশ্বকাপের টিমে যাঁরা ছিলেন, তাঁরা প্রায় সকলেই ভারত সিরিজের স্কোয়াডে আছেন। কেবল বাদ দেওয়া হয়েছে দুই খেলোয়াড়- রোজমেরি মায়ার ও লেই ক্যাসপেরেককে। ব্যাটার লরেন ডাউনকেও দলে রাখা হয়েছে। মাতৃত্বকালীন বিরতির পর এই বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ডাউন ফিরে এসেছেন। অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে এই স্কোয়াড তৈরি করা হয়েছে। কারণ, নিউজিল্যান্ড আসন্ন সিরিজের জন্য একটি পূর্ণশক্তির দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দলে আছেন সুজি বেটস ও লিয়া তাহুহুর মত বহু যুদ্ধের সৈনিকরাও। আবার মহিলা টি২০ বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন, সেই তরুণ খেলোয়াড় ইডেন কারসন, ইজি গেজ ও জর্জিয়া প্লামাররাও আছেন স্কোয়াডে। এর মধ্যে কারসন সদ্যসমাপ্ত মহিলা টি২০ বিশ্বকাপে দুর্দান্ত অফ-স্পিনে দর্শকদের মুগ্ধ করেছিলেন। আর, জর্জিয়া প্লামার ওপেনার হিসেবে টি২০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যা কিউই মহিলাদের পাওয়ারপ্লেতে যথেষ্ট সাহায্য করেছে। উইকেটরক্ষক ইজি গেজ গোটা টুর্নামেন্টে লোয়ার অর্ডারে বেশ ভালো খেলেছেন। সেমিফাইনালে ক্যামিও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূ্মিকা নিয়েছিলেন। ১৫ সদস্যের স্কোয়াডে অ্যামেলিয়া কেরও আছেন। তিনি মহিলা টি২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। কেরকে ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। অ্যামেলিয়া কের টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে মাত্র ৬ ম্যাচে ৭.৩৩ গড়ে ৪.৮৫ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি ১৩৫ রান করেছেন। ফাইনালে সর্বোচ্চ রান তাঁরই ছিল। ইজি গেজের পর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে স্থান পেয়েছেন পলি ইঙ্গলিস। আন্তর্জাতিক দলে এটাই ইংলিশের প্রথম সফর। No rest for #T20WorldCup winners New Zealand, who have named a 15-player squad for their three-match ODI series against India later this month 🙌 More 👉 pic.twitter.com/jSZDFZSiI8 নিউজিল্যান্ডের ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটে ম্যাচই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এর আগে দুবাইতে নিউজিল্যান্ড মহিলা টি২০ বিশ্বকাপের ফাইনালে, হোয়াইট ফার্নস (নিউজিল্যান্ড) দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে পরাজিত করেছে। আর, এই জয়ের মাধ্যমে তারা নিউজিল্যান্ড ক্রিকেটের পুরুষ এবং মহিলা উভয় বিভাগের ইতিহাসেই প্রথম ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতল। ২০২৫ সালে ভারতে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। সেই কারণে এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নিউজিল্যান্ড। কারণ, তাদের লক্ষ্য আরেকটি আইসিসি ট্রফি জয়। আরও পড়ুন- নতুন ভূমিকায় সফল হতে হলে কৌশল বদলাক রোহিত, পরামর্শ প্রাক্তন কোচের ভারতে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড মহিলা স্কোয়াড : সোফি ডিভাইন (অধিনায়ক), সুজি বেটস, ইডেন কারসন, লরেন ডাউন, ইজি গেজ (উইকেটরক্ষক), ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, পলি ইঙ্গলিস (উইকেটরক্ষক), ফ্রান জোনাস, জেস কের, মেলি কের, মলি পেনফোল্ড, জর্জিয়া প্লামার, হান্না রোয়ে, লিয়া তাহুহু। None
Popular Tags:
Share This Post:
East Bengal: মুম্বইয়ের কাছে অসহায় আত্মসমর্পণ! ডার্বির আগে চরম হতাশ করল ইস্টবেঙ্গল....
January 6, 2025What’s New
Spotlight
Today’s Hot
-
- December 23, 2024
-
- December 23, 2024
-
- December 23, 2024
Featured News
Latest From This Week
PAK vs SA: পুরো সিরিজে ব্যাটে নেই ১ রান-ও! ক্রিকেট ইতিহাসে কলঙ্কের কীর্তি পাকিস্তানি ওপেনারের
SPORTS
- by Sarkai Info
- December 23, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.