SPORTS

Team India: পাকিস্তানের বিপক্ষে টেস্ট না খেলেই কেরিয়ার শেষ হচ্ছে এই ভারতীয় তারকাদের, লিস্টে কারা কারা

Follow Us Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দল। (ফাইল ছবি) Indian cricketers never played Tests vs Pakistan: ভারতীয় দলে খেলেছেন, এমন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, যাঁদের ক্রিকেট কেরিয়ার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট না খেলেই শেষ হয়ে গিয়েছে এবং যাবে। রবিচন্দ্রন অশ্বিন সেই তালিকার অন্যতম নাম। যিনি কিংবদন্তি ক্রিকেটার হলেও পাকিস্তানের বিরুদ্ধে কোনওদিন টেস্ট খেলেননি। চলতি বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের মধ্যেই অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই স্পিনার অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সফরে ভারতের হয়ে দুর্দান্ত খেলেছেন। ইংল্যান্ডে সাফল্য পেয়েছেন। ঘরের মাঠে তো আধিপত্য দেখিয়েছেনই। তবে শুধু অশ্বিনই নন। এমন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার আছেন, যাঁরা পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি। কিন্তু, কিংবদন্তি হিসেবে ভারতীয় দলে খেলেছেন। আর, তার মধ্যে কয়েকজন অবসরের মুখেও পৌঁছে গিয়েছেন। পাকিস্তান-ভারত শেষবার ২০০৭ সালে টেস্ট সিরিজ খেলেছে। তারপর থেকে ১৮ বছর টেস্ট ফরম্যাটে পরস্পরের বিরুদ্ধে একটিও ম্যাচ খেলেনি। যদি দুই দেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে আর নিরপেক্ষ কোনও দেশে খেলা হয়, সে ব্যাপার আলাদা। কিন্তু, এখনও পর্যন্ত তেমনটা ঘটেনি। রবিচন্দ্রন অশ্বিন অশ্বিন টেস্ট ক্রিকেটে ৫৩৭টি উইকেট নিয়েছেন। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেননি। ২০২২ টি২০ বিশ্বকাপে ভারতকে এমসিজিতে দুর্দান্ত জয়ে সাহায্য করেছেন অশ্বিন। কিন্তু, সীমিত ওভারের ক্রিকেটে বল হাতে তেমন সাফল্য তিনি পাননি। বিরাট কোহলি বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে নীল শার্টে এবং সাদা বলে খেলেছেন। তাঁর সর্বোচ্চ ওডিআই স্কোর ১৮৩ (অপরাজিত) পাকিস্তানের বিরুদ্ধে। সেটা এশিয়া কাপের লড়াইয়ে। এমসিজিতে বিশ্বকাপে ম্যাচে তাঁর দুর্দান্ত ইনিংসের কথা আজও অনেকের মুখে ফেরে। সেই ম্যাচে ভারত জিতেছিল। তবুও, লাল বলের ম্যাচে এখনও তিনি পাকিস্তানের মুখোমুখি হননি। রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মাও দুর্দান্ত খেলেছেন। কিন্তু, ভারত অধিনায়ক কখনও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেননি। ২০০৭-এ তাঁর সাদা বলের ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটেছিল। তবে টেস্ট ক্যাপের জন্য তাঁকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। আর, তারফলেই তিনি পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলার সুযোগ মিস করেন। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে রোহিতের বর্তমানে ১,০০০ রান আছে। চেতেশ্বর পূজারা ভারতীয় টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পূজারা দীর্ঘদিন অন্যতম গুরুত্বপূর্ণ আসন পেয়েছেন। কিন্তু, আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ তিনি কখনও পাননি। গত এক দশকে এই ক্রিকেটারের দুর্দান্ত ফর্মের জমানায় টিম ইন্ডিয়া কখনও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেনি। আরও পড়ুন- হাঁটুতে সপাটে বলে, যন্ত্রণায় ছিন্নভিন্ন রোহিত! মেলবোর্ন টেস্টের আগেই বিরাট ধাক্কা ভারতের অজিঙ্কা রাহানে ভারতের অন্যতম সেরা ব্যাটার। পাকিস্তানের বিরুদ্ধেও বেশকিছু স্মরণীয় ইনিংস খেলেছেন। বিদেশের মাঠে ভারতের হয়ে সব মরশুমেই তিনি সাফল্য পেয়েছেন। চাপ নিতে এবং উত্তেজনাপূর্ণ সিরিজে ইস্পাতকঠিন মানসিকতার পরিচয় দিতে অসাধারণ খেলেছেন রাহানে। এমনটা বহুবার ঘটেছে। কিন্তু, তাঁরও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ হয়নি। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.