SPORTS

Former pakistani star cricketer on Kohli: বাবর আজমদের কটাক্ষে ভরিয়ে কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানি তারকা

Follow Us India-Pakistan Match: ভারত-পাকিস্তান ম্যাচ। (ছবি- আইসিসি) Former pakistani cricketer praises to Kohli: বাবর আজমের মত অন্যদের সঙ্গে বিরাট কোহলির তুলনা তাঁকে হাসায়। এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ আমির। তিনি বিরাট কোহলিকে এই প্রজন্মের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বলে দাবি করেছেন। আর, সেই কারণেই ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারের সঙ্গে বর্তমান প্রজন্মের বাবর আজম, স্টিভ স্মিথ ও জো রুটের তুলনা টানতেই নারাজ আমির। এই ব্যাপারে আমির বলেছেন, 'বিরাট কোহলি এই প্রজন্মের সেরা খেলোয়াড়। বাবর আজম, স্টিভ স্মিথ বা জো রুটের সঙ্গে ওঁর তুলনা করা হলে আমি হাসি। আমরা বিরাট কোহলির সঙ্গে কারও তুলনাই করতে পারি না। কারণ কোহলি ভারতের হয়ে এতগুলো ম্যাচে জিতেছেন, যা কোনও একজন খেলোয়াড়ের পক্ষে কার্যত অসম্ভব। শুধু একটা ফরম্যাটেই ন। কোহলি, তিন ফরম্যাটেই এই প্রজন্মের সেরা ব্যাটার।' এতেই না থেমে আমির বলেছেন, 'বিরাট কোহলির কাজের ধাঁচই তাঁকে বাকিদের থেকে আলাদা করে চিনিয়ে দেয়। ২০১৪ সালে ইংল্যান্ডে তাঁর খারাপ ফর্মের পরে, বিরাট যেভাবে ফর্মে ফিরেছিলেন, তারপর ১০ বছর ধরে যেভাবে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, কোনও চাট্টিখানি ব্যাপার না। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঁর উইকেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওই উইকেট না পেলে আমরা ফাইনালে জিততে পারতাম না। কারণ, আমরা সবাই জানি যে রান তাড়া করার ব্যাপারে বিরাটের রেকর্ড কী!' আরও পড়ুন- নিশানায় ভারত, টি২০ বিশ্বকাপ জয়ের পরই তড়িঘড়ি দল বানাল নিউজিল্যান্ড ক্রিকেট প্রেডিকটা শোয়ে আমির ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শচীন টেন্ডুলকারের উইকেট নেওয়া প্রসঙ্গেও মুখ খুলেছেন। এই ব্যাপারে আমির বলেছেন, 'শচীনের আউটটা ছিল আমার কাছে সবচেয়ে বিশেষ মুহূর্ত। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি আমার জীবনে মাত্র একবার শচীনকে বোলিং করার সুযোগ পেয়েছিলাম। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে আমি ওঁকে আউট করি। আমি টিভিতে শচীনের খেলা দেখেছি। সবসময় মনে হত, ও কত প্রতিভাধর ব্যাটার। শচীনকে সরাসরি বোলিং করাটা আমার কাছে তাই বড় ব্যাপার। ওঁকে আউট করার পর তিন দিন আমি পুরো স্বপ্নের জগতে ছিলাম। ভাবতেই পারছিলাম না, আমি শচীন টেন্ডুলকারের উইকেট নিয়েছি। আমি তখন ক্রিকেটে নতুন। আর, ও এমন একজন খেলোয়াড়, যাঁর খেলার প্রতিটি দিক সম্পর্কে সবাই জানে। ক্যাপ্টেন আমাকে বল দিয়েছিল। আমার তখন বুকটা কেঁপে উঠেছিল। আমি একটা লম্বা শ্বাস নিয়ে বল করলাম। তাতেই শচীন আউট হল। ওয়াসিম আকরামের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময়ও আমার এরকমই অবস্থা হয়েছিল।' None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.