SPORTS

Vijay Hazare Trophy: পাঠানের ৪০ বলে সেঞ্চুরিও ফিকে! ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরিতে ঝড় তুললেন পাঞ্জাবের আনমোলপ্রীত

Follow Us Anmolpreet Singh: আনমোলপ্রীত সিং। (ফাইল চিত্র) Anmolpreet Singh slams fastest list A cricket century eclipsing Yusuf Pathan during ongoing Vijay Hazare Trophy Punjab vs Arunachal Pradesh: লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের নজির গড়ে ফেললেন পাঞ্জাবের আনমোলপ্রীত সিং। গ্রুপ-এ'তে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অরুণাচল প্রদেশের বিপক্ষে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব। সেই ম্যাচেই ব্যাটিং ধামাকা ঘটিয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে গেলেন। নয় উইকেটে জয়লাভ করল পাঞ্জাব। জয়ের পুরো রানই প্রায় এল আনমোলপ্রীত সিংয়ের ব্যাট থেকে। ৫০ ওভারে জয়ের জন্য টার্গেট ছিল মাত্র ১৬৫ রান। সামান্য রানের সামনে নিজেকে আর গুটিয়ে রাখেননি আনমোলপ্রীত সিং। অরুণাচল প্রদেশের বোলিং নিয়ে রীতিমতো ছেলেখেলা শুরু করেন তিনি। ৩৫ বলে সেঞ্চুরি করার পর ব্যক্তিগত ১১৫ রানে অপরাজিত থাকেন। মাত্র ১২.৫ ওভারে ম্যাচ ফিনিশ করে ফেলে পাঞ্জাব। ১২ টা বাউন্ডারির পাশাপাশি নয়টা ছক্কাও হাঁকান তিনি। প্রভসিমরণ সিংয়ের (২৫ বলে ৩৫) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫৩ রানের পার্টনারশিপ উপহার দিয়ে যান আনমোলপ্রীত।। তার আগে শুরুতে ব্যাট করতে নেমে পাঞ্জাবের বোলিংয়ের সামনে মোটেও সুবিধা করতে পারেননি অরুণাচল প্রদেশের ব্যাটাররা। ৫০ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় তাঁরা। মায়াঙ্ক মার্কণ্ডে এবং অশ্বিনী কুমার বল হাতে সফল। দুজনেই নিয়েছেন তিনটে করে উইকেট। বলতেজ সিংয়ের দখলে জোড়া উইকেট। তেচি নেরি (৪২) এবং হার্দিক ভার্মা (৩৮) অরুণাচল প্রদেশকে সম্মান জনক স্কোরে পৌঁছে দিতে সাহায্য করেন। তবে এই ম্যাচ জিততে পাঞ্জাবের কোনও সমস্যাই হয়নি। আনমোলপ্রীত একা হাতে পাঞ্জাবকে ম্যাচ জিতিয়ে দেন। আরও পড়ুন- ৫০ বলে সেঞ্চুরি শ্রেয়সের, ব্যাটিং বিস্ফোরণ শিভম দুবেরও! ছক্কার ফোয়ারা মুম্বইয়ের ম্যাচে এর আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের নজির ছিল বরোদার তারকা ইউসুফ পাঠানের। তিনি ৪০ বলে শতরান করার ম্যাচে ৪২ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন। মহারাষ্ট্রের ২৩১ রানের টার্গেট চেজ করতে নেমে বরোদা সেই ম্যাচ খতম করে মাত্র ৩৭ ওভারের মধ্যে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.