SPORTS

Ravindra Jadeja: অস্ট্রেলীয় সাংবাদিকদের অবজ্ঞা, হিন্দিতেই সাংবাদিক সম্মেলন! বড় বিতর্কে রবীন্দ্র জাদেজা

Follow Us Ravindra Jadeja-Rohit Sharma: রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মা। (ফাইল ছবি) Ravindra Jadeja in Border Gavaskar Trophy: অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ান মিডিয়াকে অবজ্ঞা করে হিন্দিতেই সাংবাদিক সম্মেলন চালিয়ে গেলেন। যা নিয়ে মেলবোর্নে চতুর্থ টেস্ট শুরুর আগেই বিতর্ক জমাট বাঁধল রবীন্দ্র জাদেজাকে ঘিরে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সেই টেস্টের আগে মেলবোর্নে প্ৰথমবার অনুশীলনে নামল টিম ইন্ডিয়া। তবে সাংবাদিক সম্মেলনেই বিতর্ক। জাদেজা স্থানীয় অস্ট্রেলীয় সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন। বেছে বেছে ভারতীয় সাংবাদিকদেরই জবাব দেন। তাও আবার হিন্দিতে। গোটা ঘটনায় অজি প্রচারমাধ্যমে 'বিশৃঙ্খলা' বলে দাগিয়ে দেওয়া হয়েছে। ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিওয় দেখা যাচ্ছে, ভারতের মিডিয়া ম্যানেজার অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে জটিল আলোচনা সারছেন। ৭ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাদেজা ইংরেজিতে জবাব দিতে অস্বীকার করেন। এতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অস্ট্রেলীয় সাংবাদিকরা। সেই প্রতিবেদনে যদিও বলা হয়, ভারতীয় সাংবাদিকদের জন্য সেই মিডিয়া সেশন আয়োজন করা হয়েছিল। যদিও কয়েকজন অস্ট্রেলীয় সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। এক ভারতীয় সাংবাদিক যদিও বলেছেন, জাদেজা তাড়াহুড়োয় থাকায় সমস্ত প্রশ্নের জবাব দিতে পারেননি। তাছাড়া সেই মিডিয়া সেশনে ইংরেজিতেই জবাব দিতে হবে এমন বাধ্যবাধকতা ছিল না। এটা নিয়েই বাড়াবাড়ি করছে অস্ট্রেলীয় প্রচারমাধ্যম। আরও পড়ুন- পাঠানের ৪০ বলে সেঞ্চুরিও ফিকে! ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরিতে ঝড় তুললেন পাঞ্জাবের আনমোলপ্রীত একদিন আগেই অজি মিডিয়ার সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি। মেলবোর্ন বিমানবন্দরে তাঁর পরিবারের ছবি তোলায় আপত্তি জানান কোহলি। তারপরেই কোহলি অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তোলেন। সেই সংঘাতই আরও একধাপ বেড়ে গেল জাদেজার সাংবাদিক সম্মেলন ইস্যুতে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.