SPORTS

Wanderers Stadium Baby Birth: ম্যাচ চলাকালে মাঠেই সন্তান প্রসব, বিয়ের প্রস্তাব! ঝড় উঠলো পাক-প্রোটিয়াজ ম্যাচে

Follow Us SA-PAK Cricket Son: বিয়ের প্রস্তাব থেকে সন্তানের জন্ম, সবেরই সাক্ষী রইল ম্যাচ। (ছবি-টুইটার) Romantic Proposal and Baby Birth at Wanderers Stadium during 3rd ODI between SA and PAK: দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ কার্যত গুরুত্বহীন। কারণ, পাকিস্তান ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। কিন্তু, ওয়ান্ডারার্স স্টেডিয়ামের গোলাপি একদিনের ম্যাচ অন্য আবেগের কারণে নজর কাড়ল। যাকে ঘিরে গ্রীষ্মের জোহানেসবার্গে ভিড় উপচে পড়ল। যা অনুষ্ঠানস্থলের চেহারা নিল। তাতে রং ধরালেন ডিজে। এসব কিন্তু, মাঠে চলা ক্রিকেটের জন্য নয়। বরং, মন ভালো করা অন্য কারণে। আর, সেগুলো হল- ম্যাচের উত্তেজনার মধ্যেই ওয়ান্ডারার্স স্টেডিয়াম একটি শিশু জন্ম। আর, জীবনকে অন্য খাতে বইয়ে দিতে এক রোমান্টিক প্রস্তাব। যা এই ম্যাচকে স্মরণীয় করে রাখল। স্কোরবোর্ডেও ফুটে উঠল সেই সব চিত্র। একটি শিশুপুত্রের জন্মের ঘোষণার সঙ্গেই স্কোরবোর্ড আলোকিত হল। যাতে লেখা ছিল, 'বুলরিং-এ আপনার ছেলের জন্মের জন্য মিস্টার এবং মিসেস রাবেংকে অভিনন্দন।' প্রসবযন্ত্রণা তীব্র হওয়ার পর ওই প্রসূতিকে স্টেডিয়ামের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিশুটির জন্ম হয়। চিকিৎসকরা রাবেং পরিবারকে সহায়তা করেন। শুধু তাই নয়, এক দর্শক এই ম্যাচ চলাকালীন তাঁর বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন। ওই মন ভালোকরা মুহুর্তে, ভদ্রলোক হাঁটু গেড়ে তাঁর সঙ্গিনীকে আংটি পরালেন। আর তাঁর সঙ্গিনী ভিড়ের মধ্যেই উল্লাসের সঙ্গে সেই আংটি নিয়েও নিলেন। ওই যুগলকে দর্শকদের হাততালি দিয়ে তাঁদের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছাও জানালেন। ‼️History made as woman gives birth at Wanderers Cricket Stadium while another couple got engaged during the Pink Day ODI‼️👩🏽‍🍼💍 The Rabeng’s were assisted by the Medics and gave birth to a baby boy at 17:20 in JHB The Proteas need 309 runs to win and avoid a series whitewash pic.twitter.com/VhAlVPhLtd এই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩০৮ রান করেছে। অবশ্য আবদুল্লাহ শফিক তৃতীয় ম্যাচেও বিনা রানে আউট হওয়ায় নড়বড়ে ভাবেই শুরু হয়েছিল পাকিস্তানের ইনিংস। পিচের পরিস্থিতি পেসারদের অনুকূলে ছিল। বৃষ্টির জন্য খেলা ৭৫ মিনিট দেরিতে শুরু হয়। এরপরই শুরু হয় পাকিস্তানের ব্যাটারদের ঝড়। যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সাইম আইয়ুব ও অধিনায়ক বাবর আজম। আরও পড়ুন- বাবর আজমদের কটাক্ষে ভরিয়ে কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানি তারকা বাবর আউট হওয়ার আগে হাফ সেঞ্চুরি করেন। সেই সময় আইয়ুব ব্যাট করতে থাকেন। তবে, ১৩ ওভার পর্যন্ত কোনও বাউন্ডারি হয়নি। স্টাইলিশ বাঁ-হাতি সাইম আইয়ুব এরপর মাত্র ৯১ বলে সিরিজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেঞ্চুরি করেন। ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান দ্রুতগতিতে হাফ সেঞ্চুরি করেন। সালমান আগাও দ্রুত রান তোলেন। কিন্তু, পাকিস্তান তাদের ইনিংসের শেষের দিকে একের পর এক উইকেট হারায়। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.